সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

ট্রাম্পকে বন্ধু আখ্যা দিয়ে অভিনন্দন জানালেন মোদি

রিপোর্টার / ৭ বার
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের কাছাকাছি পৌঁছে যাওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। তিনি বলেন, আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে, আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতার পুনরুদ্ধারের জন্য উন্মুখ। আসুন একসঙ্গে, আমাদের জনগণের উন্নতির জন্য, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং প্রচারের জন্য কাজ করি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ভোটের মধ্যে ট্রাম্প ২৭৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। মার্কিন নেটওয়ার্কগুলোর অনুমান অনুসারে, ট্রাম্প সম্ভবত পেনসিলভানিয়াসহ সমস্ত সুইং স্টেট নিজের দখলে নেবেন। ফ্লোরিডায় এক ভাষণে নিজেকে বিজয়ী ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ফলাফল প্রকাশিত হয়ে গেলে ট্রাম্পই হতে যাচ্ছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর