যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে খামেনির কড়া হুঁশিয়ারি

ইসরায়েলি হামলার ‘বিধ্বংসী জবাব’ দেওয়া হবে বলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এক ভিডিওতে তিনি এ হুঁশিয়ারি দেন। খামেনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ও এর জনগণের বিরুদ্ধে যা করেছে, তার বিধ্বংসী প্রতিক্রিয়া তারা পাবেই।
গত ২৬ অক্টোবর ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের সেনাসহ অন্তত পাঁচজন নিহত হন। এর পর থেকেই ইরান পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরানি সর্বোচ্চ নেতার সর্বশেষ বক্তব্যেও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে-পরে গাজা বা লেবাননে ইসরায়েলি যে কোনো হামলার কারণে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এপির খবরে বলা হয়, ইরানি সর্বোচ্চ নেতা প্রতিশোধমূলক হামলার হুমকির ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। তবে তাঁর কঠোর দৃষ্টিভঙ্গি প্রমাণ করে, ইসরায়েলের যে কোনো হামলাকে ইরান ছোট করে দেখছে না।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় কমপক্ষে ৫৫ জন নিহত ও ১৯২ জন আহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল গাজায় ৪৩ হাজার ৩১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের হামলায় আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ। উত্তর গাজার বাসিন্দারা রোগ, দুর্ভিক্ষ এবং সহিংসতায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
এ ছাড়া লেবাননের বেকা উপত্যকার অন্তত ২৫টি শহর ও গ্রাম শুক্রবার ভারী ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২ হাজার ৮৯৭ জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল লেবানন থেকে ছোড়া তিনটি রকেট ইসরায়েলে পড়ে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তিরা শহরে ভোর হওয়ার আগেই পাল্টা হামলা করে ইসরায়েলি বাহিনী। এতে ১৯ জন আহত হয়েছেন। সূত্র: আলজাজিরা ও দ্য গার্ডিয়ান