সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

পাকিস্তানে শুরু শাকিব খানের নতুন অধ্যায়

রিপোর্টার / ৫ বার
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

ঢালিউড-টলিউড পেরিয়ে পাকিস্তানে শাকিব খান শুরু করলেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। কারণ, ১৯৭১ সালের পর এতো বড় পরিসরে ঢালিউডের কোনও ছবিই পাকিস্তানে মুক্তি পায়নি। যেমনটা পেয়েছে, আজ (১ নভেম্বর) পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে শাকিব খানের ‘তুফান’।
জানা গেছে, প্রথম সপ্তাহে ‘তুফান’র ১৩০টি করে শো হবে দেশটির বিভিন্ন মাল্টিপ্লেক্সে। পরের সপ্তাহে এর সংখ্যা বাড়তেও পারে বরে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।
জানা যায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে ‘তুফান’। তা ছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে সিনেমাটি। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে।
‘তুফান’-এ শাকিব ও মিমি
ছবিটির পাকিস্তান সফর প্রসঙ্গে শাকিব খান গণমাধ্যমে বলেন, “বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা ‘প্রিয়তমা’ দিয়ে শুরু হয়। ‘প্রিয়তমা’ সিনেমার গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। এবার সেটা বাস্তবেও দেখা যাচ্ছে। ‘তুফান’-এ শাকিব খানের সঙ্গে কাজ করেছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর