বুধবার, ১৪ মে ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

প্রতি সপ্তাহে ২০০ পরিবারকে সহায়তা দেবে শহীদ স্মৃতি ফাউন্ডেশন

রিপোর্টার / ২৩ বার
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

শনিবার (২ নভেম্বর) থেকে জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে শুরু করবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে সহায়তা দেওয়া হবে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এসময় তিনি জানান, প্রতি সপ্তাহে ২০০ পরিবারকে এই সহায়তা দেওয়া হবে।
সারজিস আলম বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে। তিনি জানান, প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবার ৫ লাখ ও আহতরা ১ লাখ করে টাকা পাবেন। শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। পরিবারের মধ্যে কোনও সমস্যা থাকলে যারা লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে ডিল করা হবে। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেওয়া হবে।
শহীদদের পরিবারকে বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে জানিয়ে সারজিস বলেন, শুধু ১৬০০০ নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেওয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে। আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬০০-এর বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর