সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

সংস্কার কমিশনকে টেকনিক্যাল সাপোর্ট দেবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন

রিপোর্টার / ৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের প্রয়োজন হলে ‘টেকনিক্যাল সাপোর্ট’ (কারিগরি সহায়তা) দেবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন।
বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে সংস্কার কমিশনগুলোর প্রধানদের বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান এ কথা জানান। তিনি বলেন, যদি কোনো কমিশনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, তারা তা দিতে রাজি আছে। এ ছাড়া লজিস্টিক সাপোর্ট দিতেও তারা আগ্রহী।
বৈঠক প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনপ্রধানদের সঙ্গে আলোচনায় বৈষম্যহীন সমাজের কথাই উঠে এসেছে। গণতান্ত্রিক, সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর