যেকোন পরিস্থিতি থেকে জিততে চাই: মুশতাক
কাছাকাছি প্রশ্নে এক উত্তর তিনবার দিলেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। মিরপুর টেস্টের বৃষ্টি বিঘ্ন ও আলো স্বল্পতার তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানি এই কোচ জানান, তারা পাকিস্তানের মাটিতে ২৬ রানে ৬ উইকেট হারানোর পরিস্থিতি থেকে জয় পেয়েছেন। এই টেস্টেও তারা জিততে চান।
বাংলাদেশ শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়ে। সেখান থেকে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে দল। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৮৩ রান তুলেছেন মেহেদী মিরাজরা। প্রোটিয়াদের ২০২ রানের লিড শোধ করে ৮১ রানের লিড নিয়েছে বাংলাদেশ। মুশতাক আহমেদ মনে করেন, এখান থেকে ২০০ রানের লিড পাওয়া এখনো সম্ভব।
প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখান থেকে যতটা পারি লিড নেওয়ার চেষ্টা করবো। আমার কথা হলো- আমরা যেকোন পরিস্থিতিতে বিশ্বাস রাখতে চাই। অবশ্যই ২০০ লিড নেওয়া সম্ভব বলে মনে করি। ২৬রানে ৬ উইকেট হারানো থেকে আমরা টেস্ট জিতেছি। এটাই তো বিশ্বাস।
মিরপুর টেস্টের চতুর্থদিন জুড়ে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টির বাধা পেরিয়ে ম্যাচ মাঠে গড়ায় তাহলে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে মেহেদী মিরাজ ও নাঈম হাসানের। স্পিন বোলিং কোচ মুশতাক শুধু নাঈম নয় তাইজুল ইসলাম, হাসান মাহমুদের মতো লোয়ার অর্ডারের ব্যাটারেও আস্থা রাখতে চান। তিনি বলেন, ‘আমরা প্রক্রিয়ায় স্থির থাকতে চাই। পাল্টা লড়াই করতে চাই। আমরা দলে থাকা প্রতিটি খেলোয়াড়ে বিশ্বাস রাখতে চাই।
তাইজুল ইসলামও পূর্বে এমন পরিস্থিতিতে রান করেছে।’ এছাড়া মেহেদী মিরাজ, জাকের আলী ও মাহমুদুল জয়ের প্রশংসা করেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি। মিরাজের সুইপ খেলার প্রশংসা করে জানান, এশিয়ার উইকেটে স্পিনে রান করতে হলে ভালো সুইপ খেলতে জানতে হবে। ওপেনার জয়ের দারুণ টেম্পারমেন্ট আছে বলেও উল্লেখ করেন তিনি। তার লড়াই করার মানসিকতা মুগ্ধ করেছে এই কোচকে।