বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

পারমাণবিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ কিমের

রিপোর্টার / ১১ বার
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

উত্তর কোরিয়া দ্রুতগতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। শত্রুবাহিনীর কাছ থেকে দেশকে বাঁচাতে এই উদ্যোগ জরুরি বলে উল্লেখ করেছেন তিনি। খবর আলজাজিরার।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আঞ্চলিক সামরিক জোট বেপরোয়াভাবে পারমাণবিক হুমকি তৈরি করছে, যার ফলে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা শঙ্কার মুখে পড়ছে বলে মনে করেন কিম।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, দেশটির সরকারের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে কিম বলেন, আঞ্চলিক সামরিক জোটের বেপরোয়া আচরণের কারণে উত্তর কোরিয়াকে নিজের সামরিক সক্ষমতা বাড়াতে হচ্ছে।
২৫ ভাগ বেতন বাড়াবে বোয়িং
কিম প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘উত্তর কোরিয়া পারমাণবিক শক্তি সহ সব সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে আরও জোরালো পদক্ষেপ নেবে’।
কিমের প্রতিশ্রুতি অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে। সম্প্রতি আন্তঃমহাদেশিয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য আরও শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে উত্তর কোরিয়া। এছাড়া দক্ষিণ কোরিয়ার উদ্দেশে আবর্জনা-ভর্তি বেলুন ওড়ানোর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর