বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৯০ সালে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিনকার ছাত্র-জনতা স্বৈরশাসকের ‘তখতে-তাউস’ উল্টে দিয়েছিল। সেই ধরনের দৃঢ়তার সঙ্গে আরও একটি গণঅভ্যুতত্থান ঘটাতে হবে। অতীতের বিভিন্ন আন্দোলনে ছাত্র সমাজের ভুমিকার কথা তুলে ধরে বলেন, তোমাদের জেগে উঠতে হবে, পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবীয় হাসিনা সরকারকে বিদায় করতে হবে। দেশের অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সরকার বিচার বিভাগ, পার্লামেন্ট, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনীতি- সবকিছু ধ্বংস করেছে। সেজন্যই ‘হাসিনা সরকারকে’ কোনো মতেই সময় দেওয়া যাবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনাকে যদি বাঁচতে হয়, আমাকে যদি বাঁচতে হয়, আমার দেশকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমাদের স্বাধীনতা যুদ্ধের অর্জন, নব্বইয়ের অর্জনকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে চলে যেতে হবে। ফখরুল বলেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে ২০১২ সালে একটা ‘ভ্রান্ত রায়ের মধ্য দিয়ে’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। যার ফলে সম্পূর্ণ বেআইনিভাবে প্রায় ১৪ বছর ধরে ক্ষমতা দখল করে বসে আছে।