মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:১১ অপরাহ্ন

পুলিশ স্বাভাবিকভাবে কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩৩ বার
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

রাজনৈতিক দলের নেতাদের প্রতিহিংসার রাজনীতি ছেড়ে জনগণের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১২ আগস্ট) খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাসদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
সেনাপ্রধান বলেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিকভাবে কাজ শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যাঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে। দেশের ২০ জেলায় ৩০টি মাইনরিটি রিলেটেড (সংখ্যালঘু সংক্রান্ত) অপরাধ হয়েছে। কিন্তু সেই তুলনায় প্রচারণা বেশি হচ্ছে। এগুলোসহ সব সহিংসতা পরিহার করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই।
এর আগে ওয়াকার-উজ-জামান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশমানারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর