শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান হয়নি : নাহিদ প্যারিসে ‘সফল’ ত্রিপাক্ষিক বৈঠক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘মধ্যস্থতা’য় ইউরোপ পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে প্রেস সচিবের মন্তব্য প্রত্যাখ্যান ভারতের বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রনীতি: নতুন পথে যাত্রা? বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণায় কঠিন হতে পারে ইউরোপে আশ্রয় মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত দুই মাসে ২৩২টি বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ, ৭৮২২ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ঢাকায় খাবার ও শপিংয়ে খুশি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট, কমছে ৭ হাজার কোটি

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, চার সেনাসহ আহত ১৫

ভয়েস বাংলা প্রতিবেদক / ২৯ বার
আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় চার সেনাসদস্য ও সংবাদকর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। একই সময়ে দুজন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। শনিবার (১০ আগস্ট) বিকালে সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাস্তায় নেমেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে সেনাসদস্যরা এসে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তারা সেনাবাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে সেনাসদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করলে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের লে. কর্নেল মাকসুদুর রহমান বলেন, ‌ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করা হয়। একপর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এতে চার সেনাসদস্য আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর