বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ

ভয়েস বাংলা প্রতিবেদক / ১৭ বার
আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৫ জনের। বুধবার (৭ আগস্ট) বিকালে সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সরকারের প্রধান হচ্ছেন ড. ইউনুস। তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।
সরকারের প্রধান ডঃ ইউনুস এর সঙ্গে কথা হয়েছে জানিয়ে জেনারেল ওয়াকার উজ জামান বলেন, ডক্টর ইউনুস বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন। তাকে আমরা রিসিভ করার জন্য বিমানবন্দর যাব। তিনি আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন। আমরা সবাই মিলে তাকে সাহায্য করব।
জেনারেল ওয়াকার উজ জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আগামী তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন এই সময়ে যারা লুটতরাজ বা অপরাধ করছেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটতরাজ বন্ধে ছাত্ররা ভালো কাজ করছে। তাদের এই কাজকে আমরা স্বাগত জানাই। তারা যেন এ ভালো কাজগুলো চালিয়ে যায়।
জেনারেল ওয়াকার উজ জামান বলেন, সেনাবাহিনী নিয়ে অনেক গুজব চলছে। কোন বিষয়েই পুরোপুরি নিশ্চিত না হয়ে যেন কেউ সংবাদ প্রকাশ না করেন সেটার অনুরোধ জানিয়েছেন। সেনা প্রধান বলেন, পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। ইতোমধ্যে পুলিশ প্রধান আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগিরই পুলিশ প্রফেশনালি কাজ শুরু করতে পারবে বলে আশা করি। তিনি বলেন পুলিশ একটা বিরাট ফোর্স। সেই ফোর্স এখন ডিউটিতে নাই। তাদের কাজের জন্য ডিজাইনডও না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন, সারাদেশের সেনাবাহিনীর পেট্রোলিং চলছে। তারপরও যে লুটতরাজ ও খুনোখুনি হয়েছে সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। বলেন, রাজনৈতিক নেতারা কথা দিয়েছিলেন এগুলো হবে না। তারপরও যদি কোন ব্যর্থতা থাকে সেটা আমার।
সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড. ইউনূস আগামীকাল দায়িত্ব নেবেন। তিনি দুপুরে এসে পৌঁছাবেন, আমি তাকে রিসিভ করব। আগামীকাল রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের আপাতত ১৫ জন সদস্য থাকতে পারে বলে তিনি আভাস দেন। দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন সেনাপ্রধান। বিভিন্ন স্থানে যারা ভাঙচুর ও সহিংস ঘটনা ঘটাচ্ছে, তাদের বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর