মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

আন্দোলনকারীদের সঙ্গে বসার দায়িত্ব পেলেন তিন নেতা, ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক

ভয়েস বাংলা প্রতিবেদক / ৪০ বার
আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগের তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তিন নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শনিবার (৩ আগস্ট) সকালে ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ সময় বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকসহ সাত জন সাংগঠনিক সম্পাদক, দফতর সম্পাদক, উপদফতর সম্পাদকও উপস্থিত ছিলেন।
একাধিক সূত্র জানিয়েছে, আলোচনা করে পরিস্থিতি শান্ত করার জন্য তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠকে তিন নেতাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার সকালে তারা ধানমন্ডির কার্যালয়ে আসেন। পরে দলের সধারণ সম্পাদক ওবায়দুল কাদের এলে তার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন।
জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করার জন্য আলোচনা করবো। এ বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও সমন্বয়কদের সঙ্গে কখন বা কীভাবে আলোচনা হবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
এদিকে ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে নেত্রীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর