সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

ভারতবাসীর স্বপ্ন পূরণ করতে চান নতুন কোচ গাম্ভীর

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

প্রায় সাড়ে তিন বছরের জন্য ভারতের কোচ হয়েছেন গৌতম গাম্ভীর। সাবেক এ তারকা ওপেনার বলেছেন, ক্রিকেটপগাল ভারতবাসীর স্বপ্ন পূরণই তার একমাত্র লক্ষ্য। ‘ভারত আমার পরিচিতি। দেশের হয়ে খেলা আমার জীবনের সেরা সম্মান। জাতীয় দলে আবার ফিরতে পেরে খুশি, সে যতই অন্য ভূমিকায় হোক না কেন। কিন্তু আমার লক্ষ্য আগেও যা ছিল এখনই তাই। তা হলো দেশকে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়ের দায়িত্ব রয়েছে নীল জার্সিধারীদের কাঁধে।
তাদের স্বপ্ন সত্যি করার জন্য যেটা দরকার সেটাই করব।’ সোশ্যাল সাইটে লিখেছেন গাম্ভীর। এরপর বিসিসিআই প্রকাশিত এক বার্তায় ৪২ বছর বয়সী এ তারকা বলেন, ‘তেরঙা, আমার দেশবাসী এবং দেশের সেবা করার সুযোগ পেয়ে সম্মানিত। ভারতীয় দলকে সফলভাবে এতদিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাহুল দ্রাবিড় এবং ওর সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং উত্তেজিত। ক্রিকেট খেলার সময় দেশের জার্সি প্রতি বার পরার সময়ে গর্ববোধ করেছি।
নতুন দায়িত্ব নেওয়ার পরও তার কোনো বদল হবে না। ক্রিকেট আমার প্যাশন। বোর্ড, এনসিএ প্রধান ভিভিএস লক্ষণ, সাপোর্ট এবং সবচেয়ে আগে, খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আগামী দিনে আরও অনেক প্রতিযোগিতায় দলকে সাফল্য এনে দিতে চাই।’ টেস্ট, ওয়ানডে ও টি২০- তিন সংস্করণে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পেয়েছেন গাম্ভীর।
২০২১ টি২০ বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর উত্তরসূরি হন রাহুল দ্রাবিড়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তার সঙ্গে শেষ হয়ে যায় দুই বছরের চুক্তি। কিন্তু বিসিসিআইয়ের অনুরোধে ২০২৪ টি২০ বিশ্বকাপ পর্যন্ত থেকে যান। ২০১৩ সালের পর ভারতকে প্রথম আইসিসি শিরোপা জিতিয়ে শেষটা রাঙিয়ে বিদায় নেন তিনি। এবার ভারতকে এগিয়ে নেওয়ার পালা গাম্ভীরের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর