ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য বিএনপির অপরাজনীতির ওপর চপেটাঘাত: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যাদের কাছে গিয়ে ধর্না দেয়, তাদের মধ্যে ইইউ রাষ্ট্রদূত বলেছে হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও করা যাবে না। এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্র বাধাগ্রস্ত করেছে, সেই কথাটি ইইউ রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসেছে। এটি বিএনপির অপরাজনীতির ওপর একটি বিরাট চপেটাঘাত। বিএনপি ও অ্যামিবার মধ্যে প্রচুর মিল খুঁজে পাওয়া যায়।
বৃহস্পতিবার (৬ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘চলচ্চিত্র শিল্পের উত্থানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ধন্যাবাদ জ্ঞাপন’ শীর্ষক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি জোটে আসলে কতটি দল আছে, সেটি নিয়ে একটি পরীক্ষা-নিরীক্ষা কিংবা মাস্টার্সের অন্তত থিথিস হতে পারে। তারা (বিএনপি) অনেকটা অ্যামিবার মতো। অ্যামিবা কখনো নিজেকে দ্বিখণ্ডিত করে, বাড়েও। বিএনপি ও অ্যামিবার মধ্যে প্রচুর মিল খুঁজে পাওয়া যায়। কারণ হচ্ছে কোনো সময় তারা বলেন ৩৬ দল, কোনো সময় ৫২ দল। আবার গতকালকে মিটিং করলো ১২ দল। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বলেছেন- আমরা যে জোটটা করেছিলাম সেটি ভেঙে দিয়েছি। এখন আবার দেখা যাচ্ছে- ১২ দলের সঙ্গে মিটিং করছে। তিনি বলেন, ১২ দল বা ৩৬ দলের নাম যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখস্ত বলতে পারেন, আপনারা (সাংবাদিক) কোনো সংবাদ সম্মেলনে তাকে একবার জিজ্ঞেস করবেন যে, আপনি ১২ দল বা ৩৬ দলগুলোর নাম একটু বলেন। তিনি যদি বলতে পারেন আমি তাকে ধন্যবাদ জানাবো।