রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬০১ নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের মেয়েরা পদত্যাগ করলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর বড় ব্যবধানে হার: টাইগ্রেসেদের বিশ্বকাপ স্বপ্ন অনিশ্চয়তায় ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করব: প্রধান উপদেষ্টা একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান হয়নি : নাহিদ প্যারিসে ‘সফল’ ত্রিপাক্ষিক বৈঠক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘মধ্যস্থতা’য় ইউরোপ

সাত বছর পর ইইউতে ফিরতে চাচ্ছে যুক্তরাজ্যের জনগণ: ইউগভের জরিপ

ভয়েস বাংলা প্রতিবেদক / ৪৯ বার
আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

যুক্তরাজ্যের জনগণ সাত বছর পর এসে ইউরোপীয় ইউনিয়নে ফিরে যেতে চাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জনমত জরিপ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ৫৮ দশমিক ২ শতাংশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নে ফিরতে চান।
বেশ ছেঁকে ছেঁকে এই জরিপ করা হয়েছে। এই সমীক্ষা থেকে সেই সব নাগরিককে বাদ দেওয়া হয়েছে, যাঁরা বলেছেন তাঁরা জানেন না, গণভোট হলে কোন পক্ষে ভোট দেবেন। কিংবা যাঁরা ভোট দেবেন না, তাঁদেরও এই সমীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে।
ব্রেক্সিটের পক্ষে যেমন জনমত রয়েছে, তেমনি বিরুদ্ধ জনমতও কম নয়। ২০১২ সাল থেকে এ নিয়ে আলোচনা চলছে। ওই বছর একটি জনমত জরিপে দেখা গিয়েছিল, যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকতে চান। তবে ব্রেক্সিটের পক্ষে প্রচারের কারণে এই চিত্র বদলাতে থাকে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ ব্রেক্সিটের পক্ষে অবস্থান নেন। এরপর ২০১৬ সালে ব্রেক্সিট প্রশ্নে গণভোট হয়। ওই গণভোটের পর ২০২১ সালে এক সমীক্ষায় দেখা গিয়েছিল, ৪৭ শতাংশ মানুষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষে। কিন্তু এই চিত্র বদলাতে থাকে এরপর থেকে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ৬০ শতাংশ যুক্তরাজ্যের নাগরিক বলেছিলেন, তাঁরা ইইউতে ফেরার পক্ষে।
যুক্তরাজ্য নয় ইতালি, ফ্রান্সের এমন জরিপ চালানো হয়েছে। এসব দেশে জনসাধারণকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁরা ব্রেক্সিটের আদলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হতে চান কি না। এই জরিপে ফলাফল এসেছে, ৬২ শতাংশ ফ্রান্সের নাগরিক চান তাঁরা ইউরোপীয় ইউনিয়নে থাকবেন। আর ইতালির ৬৩ শতাংশ নাগরিকও একই কথা বলেছেন। এ ছাড়া জার্মানি, স্পেন, ডেনমার্ক ও সুইডেনের অধিকাংশ নাগরিক ইইউতে থাকার পক্ষে। সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর