হাতপাখা প্রার্থীর ওপর হামলাকারীকে গ্রেপ্তারের নির্দেশ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত হামলাকারীদের গ্রেপ্তার করে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান।
সোমবার (১২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে খুলনা ও বরিশাল সিটি ভোট সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আহসান হাবিব খান বলেন, বরিশালে দেখলাম খুব ভালো ভোট হচ্ছে। হাতপাখা প্রার্থীর ওপর হামলা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও পরে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের তরফ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সার্বিকভাবে ভোটের অবস্থা ভালো একটা ঘটনা ছাড়া। দিন শেষে ৪০ শতাংশ হবে। বরিশালে র্যাব বিজিবিসহ সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এর আগে আজ সকালে বরিশালে হাত পাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ২২ নম্বর ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্র সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ হামলার ঘটনা ঘটে।