রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬০১ নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের মেয়েরা পদত্যাগ করলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর বড় ব্যবধানে হার: টাইগ্রেসেদের বিশ্বকাপ স্বপ্ন অনিশ্চয়তায় ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করব: প্রধান উপদেষ্টা একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান হয়নি : নাহিদ প্যারিসে ‘সফল’ ত্রিপাক্ষিক বৈঠক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘মধ্যস্থতা’য় ইউরোপ

এসএজি অ্যাওয়ার্ডস: অস্কার দৌড়ে এগিয়ে এভরিথিং এভরিহোয়্যার–

ভয়েস বাংলা রিপোর্ট / ৬৫ বার
আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

অস্কার জয়ের দৌড়ে এগিয়ে গেলো ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ স্বীকৃতিসহ সামনের সারির প্রায় সব পুরস্কার জিতেছে ছবিটি। ফলে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র বিভাগে এর এগিয়ে থাকার মোমেন্টাম এসে গেলো।

মাল্টিভার্স অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিটি এসএজি অ্যাওয়ার্ডসের ২৯তম আসরে সেরা অভিনয়শিল্পীর সম্মিলন পুরস্কার জিতেছে। এছাড়া এর তিন অভিনয়শিল্পী আলাদাভাবেও স্বীকৃতি পেয়েছেন। ‘টার’ ছবির নায়িকা কেট ব্ল্যানচেটকে হটিয়ে সেরা অভিনেত্রী হয়েছেন মালয়েশিয়ান তারকা মিশেল ইয়ো। তিনি বলেন, ‘পুরস্কারটি শুধু আমার জন্য নয়, আমার মতো দেখতে প্রত্যেক মেয়ের জন্য।

‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবিতে একটি লন্ড্রি মালিকের চরিত্র ফুটিয়ে তুলেছেন মিশেল ইয়ো। পৃথিবী রক্ষায় নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান তিনি। সতীর্থদের উদ্দেশে তার বক্তব্য, ‘আমরা এখানে আছি, কারণ আমরা যে কাজটি করি সেটি ভালোবাসি। আমরা নিজেদের কাজ থামাবো না। আমাকে আপনাদের টেবিলে একটি আসন দেওয়ার জন্য ধন্যবাদ। কারণ আমাদের অনেকেরই এমন অবস্থান প্রয়োজন। আমরা নিজেদের দেখাতে চাই, আমরা শোনাতে চাই এবং আজ রাতে দেখা গেলো এটি সম্ভব।

মিশেল ইয়ো

মিশেল ইয়োলন্ড্রি মালিকের বাবার চরিত্রে অভিনয় করেছেন ৯৪ বছর বয়সী জেমস হঙ। তিনি বলেন, আমি প্রথম এসএজি কার্ড পেয়েছি ৭০ বছর আগে। তখন প্রযোজকরা বলতেন, এশিয়ানদের পারফরম্যান্স যথেষ্ট ভালো নয়। তারা বক্স অফিসকে প্রতিনিধিত্ব করে না। কিন্তু এখন আমাদের দিকে তাকান!

মিশেল ইয়োর সহশিল্পী ভিয়েতনামের তারকা কে হুই কোয়ান সেরা পার্শ্ব অভিনেতা হয়ে ইতিহাস গড়েছেন। এসএজি অ্যাওয়ার্ডসের এই বিভাগে এবারই প্রথম এশিয়ার কেউ পুরস্কার পেলেন। তার কথায়, এটা আমার জন্য সত্যিই একটি আবেগঘন মুহূর্ত। আমার নাম শোনার পর দ্রুতই বুঝতে পেরেছি, এই মুহূর্ত আর কেবল আমার একার নয়। এটি তাদের প্রত্যেকের জন্য যারা পরিবর্তনের জন্য কথা বলেছে।

কে হুই কোয়ান

কে হুই কোয়ানআশির দশকে স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় ‘ইন্ডিয়ানা জান্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে খ্যাতি পান কে হুই কোয়ান। কিন্তু এরপর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিয়ে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন তিনি। তার কথায়, ‘অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলাম, কারণ তখন আমাদের জন্য সুযোগ খুব কম ছিল। এখন আমাদের সেই ল্যান্ডস্কেপ আগের তুলনায় অনেক ভিন্ন। যারা এই পরিবর্তনে অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ।

‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির আরেক তারকা জেমি লি কার্টিসের সেরা পার্শ্ব অভিনেত্রী হওয়া ছিল বড় চমক। কারণ ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ ছবির জন্য অ্যাঞ্জেলা ব্যাসেটকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ধারণা করা হচ্ছিল। কিন্তু তাকে টপকে পুরস্কার পেয়েছেন ৬৪ বছর বয়সী জেমি লি কার্টিস। তিনি বলেন, অভিনয় আমার পছন্দ। আমি যে কাজ করতে পারি তা আমি ভালোবাসি। যেকোনও চলচ্চিত্রের ক্রু ও অভিনয়শিল্পীদের অংশ হতে ভালো লাগে আমার। আমরা একে অপরের কাঁধে কাঁধ রেখে যে কাজটি করি সেটি ভালোবাসি। এটি সুন্দর একটি কাজ। কী দারুণ স্বপ্নের মতো!’

জেমি লি কার্টিস

জেমি লি কার্টিসএসএজি অ্যাওয়ার্ডসের আগের দিন (২৫ ফেব্রুয়ারি) ৩৪তম প্রডিউচার্স গিল্ড অব আমেরিকায় (পিজিএ) সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। এটি অস্কারে সাফল্য পাওয়ার ক্ষেত্রে আরেকটি মূল্যবান পূর্বাভাস ভাবা হয়ে থাকে।

এসএজি অ্যাওয়ার্ডসে সেরা অভিনয়শিল্পীর সম্মিলন, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে একই ছবির জয়ের ঘটনা এটাই প্রথম। সামনের সারির বিভাগগুলোর মধ্যে এটি কেবল সেরা অভিনেতা পুরস্কার জিততে পারেনি। এটি বাগিয়ে নিয়েছেন ‘দ্য হোয়েল’ ছবির তারকা ব্রেন্ডন ফ্রেজার। অতিরিক্ত মেদসম্পন্ন অধ্যাপক চার্লি চরিত্রে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ৫৪ বছর বয়সী এই তারকা। এলভিস প্রিসলির বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করা অস্টিন বাটলারকে টপকে গেছেন তিনি।

‘দ্য মামি’ খ্যাত ব্রেন্ডন ফ্রেজার অনেক বছর ধরে স্পটলাইটে ছিলেন না। আগের জায়গা পুনরুদ্ধারের জন্য ছোট বাজেটের কিছু কাজ করেছেন। ড্যারেন অ্যারোনোফস্কি পরিচালিত ‘দ্য হোয়েল’ ছবিতে সফল প্রত্যাবর্তনের মাধ্যমে যেন পুনরুজ্জীবিত হলেন তিনি। তার কথায়, ‘আমার কাছে পুরস্কারটির মূল্য অনেক। তবে ১৯৯১ সাল থেকে আমার মানিব্যাগে রাখা প্রথম এসএজি কার্ডের চেয়ে বেশি নয়। মনে হচ্ছে পুরস্কারটা আমারই। আগে কেউ যদি বলতো, আমি এখানে দাঁড়াতে পারবো; আমিই তাকে বিশ্বাস করতাম না।’

ব্রেন্ডন ফ্রেজার ও তার সঙ্গী জিন মোরে

ব্রেন্ডন ফ্রেজার ও তার সঙ্গী জিন মোরেব্রেন্ডন ফ্রেজার যোগ করেন, ‘আমি শুধু এটুকু বলতে চাই, যেসব অভিনেতা আমার মতো সংগ্রামের মধ্য দিয়ে গেছেন কিংবা এখন এর মধ্য দিয়ে যাচ্ছেন, আমি জানি তাদের কেমন লাগছে। তবে বিশ্বাস করুন, কেউ যদি হাল ছেড়ে না দিয়ে অন্যদের দিকে এক পা বাড়িয়ে রাখে, তাহলে তিনি যেখানে যেতে চান সেখানে ঠিকই পৌঁছে যাবেন।’

এসএজি অ্যাওয়ার্ডস ও বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসকে ধরা হয় অস্কারের সূচক। কিন্তু এবার একটি পুরস্কারের সঙ্গে অন্যটির বিজয়ী তালিকায় খুব একটা মিল পাওয়া যাচ্ছে না। যেমন বাফটায় ‘দ্য ব্যানশিজ অব ইনিশেরিন’ এবং ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ রাজত্ব করেছে। অথচ ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ মাত্র ১টি পুরস্কার পেয়েছে। এবার কোনও অভিনেতা-অভিনেত্রীই গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস চয়েস, এসএজি অ্যাওয়ার্ডস এবং বাফটার প্রতিটিতেই জিততে পারেননি। ফলে অস্কারে হাড্ডহাড্ডি লড়াই অপেক্ষা করছে!পুরস্কার মঞ্চে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির কলাকুশলীরা

পুরস্কার মঞ্চে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির কলাকুশলীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর