বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

বাংলাদেশকে নিয়ে মেসি

ভয়েস বাংলা রিপোর্ট / ৬৫ বার
আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশে আর্জেন্টিনা, ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি কতটা জনপ্রিয় তা তাদের আবেগেই প্রকাশ পেয়ে থাকে। প্রতিটি বিশ্বকাপে তাদের নিয়ে উন্মাদনা চোখে পড়ে। কাতার বিশ্বকাপ তো বাংলাদেশের মানুষের এই ভালোবাসার কথা তাদের ভিন্নভাবে পরিচয় করিয়ে দিয়েছে।

নানা ঢংয়ে আর্জেন্টিনা, ম্যারাডোনা ও মেসির দশ নম্বর জার্সির প্রতি বাংলাদেশিদের আবেগের বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেছে। কাতার বিশ্বকাপে বাংলাদেশের মানুষদের এই ভালোবাসার কথা শুনে কোচ লিওনেল স্ক্যালোনি ধন্যবাদ জানিয়েছিলেন। ফিফা, আর্জেন্টিনার সোশ্যাল অ্যাকাউন্টগুলোতেও প্রচার পেয়েছে বাংলাদেশি ভক্তদের এই উন্মাদনা।

এবার মেসিও স্বীকার করেছেন বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা। তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের এই উন্মাদনা তিনি দেখেছেন কিনা। জবাবে দিয়ারিও ওলেকে বলেছেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। ফাইনালের আগে সব খানে ওই টি শার্ট। আর্জেন্টিনার মেসির এই দশ নম্বর টি-শার্ট পৃথিবীর সব প্রান্তে দেখতে পারাটা সত্যিই সুন্দর একটি দৃশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর