সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

ভয়েসবাংলা প্রতিবেদক / ৩৪১ বার
আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। শুক্রবার (২৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

মো. সোহরাব হোসাইন বলেন, ‘কোথাও কোনও অঘটন ঘটেনি।  খুলনায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন নারী পরীক্ষা গর্ভবতী থাকায় তার জন্যও পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা ছিল ২০০ নম্বরের। এ পরীক্ষায় প্রার্থী ছিলেন মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, কেন্দ্র ও হল প্রধানসহ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর