৩৬ দেশের ফ্লাইট নিষিদ্ধ করলো রাশিয়া

ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় রুশ ফ্লাইট নিষিদ্ধের পাল্টা পদক্ষেপ নিয়েছে রাশিয়া। সোমবার ৩৬টি দেশের এয়ারলাইন্সের ফ্লাইট নিজেদের সীমানায় নিষিদ্ধ করেছে মস্কো। এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও কানাডাও।
রবিবার ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রুশ এয়ারলাইন্সগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, আমরা রাশিয়ানদের জন্য ইইউর আকাশসীমা বন্ধ করে দিচ্ছি। আমরা রাশিয়ার মালিকানাধীন, রাশিয়ায় নিবন্ধিত কিংবা রাশিয়ার নিয়ন্ত্রিত সব প্লেন নিষিদ্ধ করার প্রস্তাব করছি। এসব প্লেন আর অবতরণ, উড্ডয়ন কিংবা ইইউর ওপর দিয়ে উড়তে পারবে না।
ইইউর পদক্ষেপের প্রতিশোধ নিতে সোমবার নিজেদের পদক্ষেপ ঘোষণা করে মস্কো। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পশ্চিমাদের জারি করা নিষেধাজ্ঞায় ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। সোমবার এক কনফারেন্স কলে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন। সূত্র: রয়টার্স