রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

২০২ রানের লিড নিয়ে শেষ প্রোটিয়াদের ইনিংস

রিপোর্টার / ১০ বার
আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বাংলাদেশকে হতাশ করে প্রথম ইনিংসে ২০২ রানের লিড পেয়ে থেমেছে প্রোটিয়া দল। কাইল ভেরেইনের সেঞ্চুরিতে সফরকারীরা প্রথম ইনিংসে থেমেছে ৩০৮ রানে।
স্বাগতিকরা যে চাওয়া নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল তাতে মোটেও সফল হয়নি। উল্টো সকালে তাদের হতাশ করে ১১৯ রানের জুটিতে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন ভিয়ান মুল্ডার ও কাইল ভেরেইন। লাঞ্চের আগে এই জুটি ভেঙে জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। তার পরেও দলকে পথ হারাতে দেননি ভেরেইন। নবম উইকেটে পিটের সঙ্গে ৬৬ রানের জুটিতে দলকে ভালো লিড পাইয়ে দিতে ভূমিকা রেখেছেন। পিটের আউটের পর শেষ দিকে ঝড়ো গতিতে খেলে লিড দুইশ ছাড়াতেও অবদান রাখেন তিনি। আগ্রাসী হতে গিয়ে ভেরেইন স্টাম্পড হয়ে ফিরলে ৩০৮ রানে থামে প্রোটিয়াদের প্রথম ইনিংস।
প্রথম ইনিংসে তাইজুল গতকালের পর আজ কোনও উইকেট পাননি ১২২ রানে তার শিকার ৫ উইকেট। হাসান ৬৬ রানে তিনটি শিকার করেছেন। ৬৩ রানে দুটি নিয়েছেন মিরাজ।
পিটকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ
লাঞ্চের আগে টানা দুই উইকেট হারালেও ইনিংসের নিয়ন্ত্রণ হাতছাড়া হতে দেননি কাইল ভেরেইন। দ্বিতীয় সেশনে ফিরে নবম উইকেটে পিটের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে লিড সমৃদ্ধ করেছেন। মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। পিটকে ৩২ রানে এলবিডাব্লিউতে ফেরান তিনি। পিট রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
ভেরেইনের সেঞ্চুরি
লাঞ্চের আগে হাসান মাহমুদ টানা দুই উইকেট নিলেও কাইল ভেরেইন ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। দ্বিতীয় সেশনে নবম উইকেটে ডেন পিয়েটকে নিয়ে প্রতিরোধ গড়েছেন তিনি। পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ার পর পূরণ করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
১৩৭ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকা
দ্বিতীয় দিনের প্রথম সেশনটা আদতে হয়ে থাকলো দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ দ্রুত উইকেট নেওয়ার আশায় থাকলেও দেড় ঘণ্টার মতো প্রতিরোধ গড়ে খেলেছেন কাইল ভেরেইন ও ভিয়ান মুল্ডার। গতকাল থেকে খেলা এই জুটি বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে সকালের শুরুতেই। দু’জনে ফিফটি তুলে প্রোটিয়াদের সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছেন। ১১৯ রানের এই জুটি ভেঙেছে মুল্ডারের বিদায়ে। হাসান মাহমুদ তাকে ক্যাচ আউট করার পরের বলে কেশভ মহারাজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু লাঞ্চের আগে আর কোনও উইকেট পায়নি স্বাগতিক দল। ভেরেইন একপ্রান্ত আগলে ৭৭ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন। প্রথম সেশন শেষে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ২৪৩ রান। তাদের লিড দাঁড়িয়েছে ১৩৭ রানে। ভেরেইনের সঙ্গে রয়েছেন ডেন পিয়েট।
প্রথম সেশনে দাপট দেখানো প্রোটিয়ারা দুই উইকেট হারিয়ে ১০৩ রান যোগ করেছে। এখন দেড়শ রানের লিড নেওয়ার পথে ছুটছে তারা।
হাসানের জোড়া আঘাত
দেড় ঘণ্টার মতো প্রতিরোধ গড়ে খেলেছেন কাইল ভেরেইন ও ভিয়ান মুল্ডার। বাংলাদেশকে হতাশ করে লিড সমৃদ্ধ করছিলেন তারা। তুলে নেন হাফসেঞ্চুরি। তাদের মধ্যে মুল্ডার ক্যারিয়ারে প্রথমবার ফিফটির দেখা পেয়েছেন। মুল্ডারকে অবশ্য ৪৭ রানে ফেরানোর সুযোগ হাতছাড়া করেছেন মুমিনুল। তবে হাসান মাহমুদ বোলিংয়ে এসে ৬৫তম ওভারে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিয়েছেন জোড়া আঘাতে। প্রথমে ব্যাক অব লেংথের বলে মুল্ডারকে সাদমানের ক্যাচ বানিয়েছেন। পরের বলে নতুন ব্যাটার কেশভ মহারাজকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে আবার মোমেন্টাম বদলে দেন তিনি। মুল্ডার ফেরার আগে ১১২ বলে ৫৪ রান করেছেন। মহারাজ ফিরেছেন রানের খাতা খুলবার আগে।
মুল্ডারের ক্যাচ ছাড়লেন মুমিনুল
দারুণ জুটিতে বাংলাদেশকে হতাশ করছেন ভিয়ান মুল্ডার ও কাইল ভেরেইন। ঘণ্টাখানেকের প্রতিরোধের পর এই জুটি ভাঙার সুযোগ এসেছিল। ৫৯.৬ ওভারে নাঈম হাসানের বলে ক্যাচ দিয়েছিলেন মুল্ডার। দুর্ভাগ্য শর্ট লেগে থাকা মুমিনুল সেটা নিতে পারেননি। প্রোটিয়া ব্যাটার তখন ৪৭ রানে ব্যাট করছিলেন।
লিড একশ ছাড়ালো দক্ষিণ আফ্রিকার
দিনের শুরুতে দ্রুত উইকেট নেওয়ার আশায় ছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ঘণ্টায় তাদের হতাশ করে উল্টো কর্তৃত্ব করেছেন ভিয়ান মুল্ডার ও কাইল ভেরেইন। সপ্তম উইকেট জুটিতে প্রতিরোধ গড়েছেন তারা। গড়েছেন সেঞ্চুরি ছাড়ানো পার্টনারশিপ। ভেরেইনতো চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। তাতে প্রোটিয়ারা এই জুটিতেই প্রথম ঘণ্টায় লিড একশ ছাড়িয়েছে।
মুল্ডার-ভেরেইনের জুটিতে লিড পঞ্চাশ ছাড়ালো দক্ষিণ আফ্রিকার
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করার আশা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বিপরীতে দ্রুত রান তুলে লিড পঞ্চাশ ছাড়িয়েছে প্রোটিয়া দল। মুল্ডার-ভেরেইন জুটি আবার পঞ্চাশও পূর্ণ করেছে।
চ্যালেঞ্জিং উইকেটে ঘটনাবহুলভাবে শেষ হয় মিরপুর টেস্টের প্রথম দিন। প্রথম দিনেই উইকেট পড়েছে ১৬টি! বাংলাদেশ শুরুতে ব্যাট করলেও বাজে ব্যাটিংয়ে গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। তবে দলের পারফরম্যান্সে বাজে ব্যাটিংয়ের সঙ্গে ছিল ভালো বোলিংয়ের সমন্বয়। দক্ষিণ আফ্রিকা লিড নিয়ে এগিয়ে থাকলেও তাদের অর্ধেকের বেশি উইকেট তুলে নিতে পেরেছে স্বাগতিকরা। তাতে চাপে রয়েছে প্রোটিয়া দল। প্রথম দিনে আলোর স্বল্পতায় খেলা আগেভাগে সমাপ্ত হওয়ার আগে তাদের স্কোর ছিল ৪১ ওভারে ৬ উইকেটে ১৪০ রান। প্রোটিয়ারা দিন শেষে এগিয়েছিল ৩৪ রানে।
১০৮ রানে ৬ উইকেট হারানোর পর ৩২ রানে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন কাইল ভেরেইন ও ভিয়ান মুল্ডার। এ দুজনই লিড বাড়িয়ে নেওয়ার সংকল্প নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমেছেন।
প্রথম দিন বাংলাদেশের সেরা বোলার ছিলেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৪৯ রানে ৫ উইকেট নিয়েছেন। এটি তাইজুলের ১৩তম ৫ উইকেট শিকারের নজির। একটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। মিরাজ ছিলেন উইকেটশূন্য।
স্কোর: প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৮৮.৪ ওভারে ৩০৮/১০, লিড ২০২ (রাবাদা ২*; মারক্রাম ৬, স্টাবস ২৩, বেডিংহ্যাম ১১, ডি জর্জি ৩০, ব্রিটজকে ০, রিকেলটন ২৭, মুল্ডার ৫৪, মহারাজ ০, পিয়েট ৩২, ভেরেইন ১১৪)
বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০.১ ওভারে ১০৬/১০ (হাসান ৪*; সাদমান ০, মুমিনুল ৪, শান্ত ৭, মুশফিক ১১, লিটন ১, মিরাজ ১৩, জয় ৩৩, জাকের ২, নাঈম ৮, তাইজুল ১৬)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর