বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

১৩ সেপ্টেম্বর থেকে খুলছে মেডিক্যাল কলেজ

রিপোর্টার / ২৪০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলছে সকল মেডিক্যাল কলেজ, মেডিক্যাল ইন্সটিটিউট ও নার্সিং ইন্সটিটিউট। তবে ক্লাস হবে ধাপে ধাপে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। মডার্না এবং ফাইজার শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। কারণ বিশ্বের অন্যান্য দেশে শিক্ষার্থীদের এই টিকা দিয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সাড়ে ১৬ ডোজ টিকা আসার বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত যত টিকা দেওয়া হয়েছে ৩ হাজার কোটি টাকা সরকারের ব্যয় হয়েছে। পরবর্তীতে আরও কেনা হবে। সেরাম থেকে ২ কোটি ৩০ লাখ ডোজ পাইনি। এখনও আশাবাদী তারা দেবে। যদি না দেয় তবে টাকা ফেরত দেবে। সেরামের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখছি। তবে আশাবাদী পাওনা টিকা দিয়ে দেবে।

জাহিদ মালেক বলেন, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটি সিদ্ধান্ত দেবে। মেডিক্যালের ক্লাস শুরুর পরে ছাত্রছাত্রীদের রোগীর কাছাকাছি যেতেই হবে। সেক্ষেত্রে প্রথম দিকে নন-কোভিড রোগীদের কাছে পাঠানো হবে। পরবর্তীতে তারা কোভিড রোগীর কাছেও যাবে। তার আগে শিক্ষার্থীদের সুরক্ষিত করেই পাঠানো হবে।

‘কোভিড পরিস্থিতি উন্নতি হচ্ছে। সব খুলে দেওয়া হয়েছে মানে এই নয় স্বেচ্ছাচারিতা করবেন। স্বাস্থ্যবিধি মানতেই হবে। কোভিডের ৭৫ শতাংশ বেড খালি। টিকার মাধ্যমে উন্নতি আরও উন্নতি করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর