১০ অতিরিক্ত আইজিপিকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের ১০ জন অতিরিক্ত মহাপরিদর্শককে (আইজিপি) বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের কেউ কেউ বিগত সরকারের সময়েই পদোন্নতি পেয়েছিলেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপিরা হলেন— মতিউর রহমান শেখকে সিআইডিতে, সরদার তমিজ উদ্দিন আহমেদকে রেলওয়ে পুলিশে, দেলোয়ার হোসেন মিঞাকে হাইওয়ে পুলিশে, আব্দুল্লাহ আল মাহমুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে ও কুসুম দেওয়ানকে নৌপুলিশে। এছাড়া অতিরিক্ত আইজিপি আলমগীর আলম, গোলাম কিবরিয়া, সেলিম মো. জাহাঙ্গীর ও আবদুল আলীম মাহমুদকে অধিদপ্তরে বদলি করা হয়েছে। একই আদেশে অতিরিক্ত আইজিপি তাওফিক মাহবুব চৌধুরীকে পিবিআইয়ের বদলি বাতিল করা হয়েছে।