সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

হাসানুল হক ইনু ৭ দিনের রিমান্ডে

রিপোর্টার / ১৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরাদ খান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত আসামির সাত দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই বিকাল ৫টায় নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আসামির সরাসরি নির্দেশে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শ্রামীম উসমান, মো. আবু মূসা, মাঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেনসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা ও সাধারণ পথচারী আহত হন। ভুক্তভোগী আব্দুল ওয়াদুদ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে নিউমার্কেট ১ নম্বর গেটের সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গত ২৬ আগস্ট উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হাসানুল হক ইনুর দল জাসদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনে নির্বাচনে করে হেরে যান তিনি। এর আগে ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর