বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ দেশের সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রভাবও মনে রাখতে হবে— ভারতকে দেবপ্রিয় দিল্লি থেকে যতই ষড়যন্ত্র হোক বিচার হবেই: অ্যাটর্নি জেনারেল লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার ভারত-পাকিস্তান সীমান্তে তুলকালাম বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেশে জঙ্গি সমস্যার উত্থান হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার: মির্জা ফখরুল সোনালীকা ট্রাক্টরের সঙ্গে দেশের মাটিতে গড়ে উঠুক উদ্যোক্তাদের জীবনের নতুন গল্প। ঈদ আয়োজন আরও উজ্জ্বল হোক দিন বদলের উচ্ছ্বাসে। এ সি আই মটরস্ -এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক! #ACIMotors #Sonalika #Tractor জনবহুল রাজধানী এখন ফাঁকা : নেই চিরচেনা যানজট ৭ রাজ্য নিয়ে ইউনূসের বক্তব্যে ভারতে প্রতিক্রিয়া

হাসপাতালের বিছানায় শুয়েই মেয়ের মৃত্যুর সংবাদ পেয়েছেন গাফফার চৌধুরী

ভয়েসবাংলা প্রতিবেদক / ৩০৯ বার
আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

ব‌রেণ্য সাংবা‌দিক, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী লন্ডনের মিডলসেক্স হাসপাতা‌লে থেকেই কন্যা বিনীতা চৌধুরী বিনুর মৃত্যুর সংবাদ শুনেছেন। প্রায় ৫০ বছর বয়সী বিনু গত বুধবার (১৩ এপ্রিল) বিকা‌লে লন্ডনের ইউসিএল মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে মারা যান। তিনি ক‌্যান্সা‌রে ভুগ‌ছি‌লেন।

যুক্তরা‌জ্যে বসবাসরত বাংলা‌দে‌শের বর্ষীয়ান সাংবা‌দিক আবদুল গাফফার চৌধুরীর ঘ‌নিষ্টজন, যুক্তরাজ‌্য যুবলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান জানান, ছয় মাস আগে বিনুর ক‌্যান্সার ধরা পড়‌লেও অসুস্থ বাবা‌কে জান‌তে দেন‌নি তি‌নি। বাবা জান‌তে পা‌রেন মৃত‌্যুর এক সপ্তাহ আগে। শুক্রবা‌র (১৫ এপ্রিল) জামাল ব‌লেন, বিনু গাফফার চৌধুরীর পিতৃভক্ত কন‌্যা। বাবার দেখভা‌লের জন‌্য তি‌নি নি‌জের কাজ পেশা পর্যন্ত ছে‌ড়ে দি‌য়ে‌ছি‌লেন। এ প্রতি‌বেদন লেখা পর্যন্ত (বাংলা‌দেশ সময় আজ শুক্রবার ভোর) বিনীতা চৌধুরী বিনুর জানাজা বা দাফ‌নের ব‌্যাপা‌রে কোনও সিদ্ধান্ত হয়‌নি। গাফফার চৌধুরীর আরেক কন‌্যা শি‌ক্ষিকা চিনু চৌধুরী‌কে উদ্ধৃত ক‌রে এক‌টি সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে।

জানা গে‌ছে, বিনু অবিবা‌হিত ছি‌লেন। পেশায় ফিনা‌ন্সিয়াল কনসাল‌টেন্ট বিনু বাবা আবদুল গাফফার চৌধুরীর সঙ্গে বসবাস কর‌তেন। ৮৭ বছর বয়সী বাবার সার্বক্ষ‌ণিক দেখা‌শোনা কর‌তে গি‌য়ে একসময় নি‌জের পেশাগত জীবনও ত‌্যাগ করেন।

গাফফার-চৌধুরীবাবার সঙ্গে বিনু (বামে দাঁড়ানো), হাসপাতালে গাফফার চৌধুরীর শয্যার পাশে পলিন (সাম্প্রতিক ছবি)

আবদুল গাফফার চৌধুরীর পা‌রিবা‌রিক ঘ‌নিষ্টজন, যুক্তরা‌জ্যের সাংস্কৃ‌তিক সংগঠক ইয়াস‌মিন মাহমুদ প‌লিন ব‌লেন, বাবার খাবার থে‌কে শুরু ক‌রে সব‌কিছুর খেয়াল রাখ‌তেন এই বিনু। বাবা গাফফার চৌধুরীও বিনুর কথা শুন‌তেন, বিন‌ুর কথার বাইরে যে‌তেন না। হাসপাতা‌লের বে‌ডে শু‌য়ে গাফফার চৌধুরী কাঁদ‌ছেন তার আদ‌রের সন্তান‌কে হারি‌য়ে। হাসপাতা‌লের বে‌ডে শু‌য়ে মে‌য়ের মৃত‌্যুর খবর পে‌য়ে ফো‌নে আক্ষেপ ক‌রে‌ছেন স্বজন‌দের সঙ্গে।

এখন পর্যন্ত বিনীতা চৌধুরীর ডেথ সা‌র্টিফি‌কেট স্বজনরা হা‌তে পান‌নি ব‌লে জানান প‌লিন। তিনি বলেন, গাফফার ভাই অসুস্থ অবস্থায় হাসপাতা‌লে। তার সন্তানরা তাদের বাবার সুস্থতা ও বো‌নের রু‌হের মাগ‌ফিরাত কামনায় দেশবাসীর দোয়া চে‌য়ে‌ছেন ব‌লেও জানান প‌লিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর