হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ নিয়ে যা জানালো ইরান

প্রথমবারের মতো মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। শব্দের চেয়েও ১৫ গুণ বেশি গতিতে চলতে সক্ষম ‘ফাত্তাহ’ নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে দাবি তেহরানের। মঙ্গলবার (৬ জুন) ক্ষেপণাস্ত্রটি কিছু তথ্য জানায় ইরান।
‘ফাত্তাহ’ সম্পর্কে যে ৫ বিষয় প্রকাশ করেছে ইরান-
১. হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১ হাজার ৪০০ কিলোমিটার। এটি উচ্চ গতিসম্পন্ন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এটির নামকরণ করেছেন। ‘উন্মোচক’ বোঝাতে ‘ফাত্তাহ’ শব্দটি ব্যবহার করা হয়েছে।
২. হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতিপথ স্বল্প হয়, ফলে লক্ষ্যবস্তুতে এটি দ্রুত আঘাত হানতে পারে। ক্ষেপণাস্ত্রগুলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে দাবি ইরানের। এ কারণেই প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি বেশ উন্নত।
৩. গত নভেম্বরে ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানা গিয়েছিল। ইরানের বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনীর প্রধান আমির আলী হাজিজাদেহ এ তথ্য জানিয়েছেন।
৪. ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ‘ফাত্তাহ’ একটি ‘প্রজন্মগত ব্যবধান’ তৈরি করেছে দাবি ইরানের। বিবৃতিতে হাজিজাদেহ বলেছেন, বিভিন্ন দিক এবং উচ্চতায় চলাচলের কারণে ফাত্তাহকে অন্য কোনও ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যাবে না।
৫. ‘ফাত্তাহ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আরও উপস্থিতি ছিলেন বিপ্লবী গার্ডের কমান্ডার-ইন-চিফ হোসেন সালামিসহ দেশটির অনেক শীর্ষ কর্মকর্তা। সূত্র: এনডিটিভি