বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

হাইকমিশনারের দায়িত্ব নিতে দিল্লি গেলেন রিয়াজ হামিদুল্লাহ

রিপোর্টার / ১২ বার
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

পাঁচ মাসের বেশি সময় ভারতে বাংলাদেশ হাইকমিশনারের পদটি শূন্য রয়েছে। গত বছরের অক্টোবরে পূর্ববর্তী হাইকমিশনার মুস্তাফিজুর রহমান অব্যাহতি নেওয়ার পর মোহাম্মদ নুরুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে কাজ করছিলেন। নতুন হাইকমিশনার হিসেবে ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) রিয়াজ হামিদুল্লাহকে নিয়োগ দেওয়া হলেও দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতার জন্য এতদিন তাকে দিল্লি পাঠানো হয়নি।

সম্প্রতি ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের ইতিবাচক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার ভারতে হাইকমিশনারের দায়িত্ব নিতে রিয়াজ হামিদুল্লাহকে দিল্লি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৭ এপ্রিল) নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে রিয়াজ হামিদুল্লাহ নয়াদিল্লি পৌঁছেছেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯৫ ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হামিদুল্লাহ সম্প্রতি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) ছিলেন। এর আগে তিনি কিছু সময়ের জন্য পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। হামিদুল্লাহ পূর্বে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন উইংয়ের মহাপরিচালক এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিকবিষয়ক উইংয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি সার্ক-সম্পর্কিত বিষয়ে তার অভিজ্ঞতার জন্য পরিচিত । কারণ তিনি কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন এবং কিছু দিনের জন্য নেপালের বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ছিলেন।
একসময় হামিদুল্লাহ শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর