হত্যা ও উচ্ছেদ অভিযানে গাজাকে নিশ্চিহ্ন করছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনিদের অস্তিত্বের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। ইসরায়েল গাজার উত্তরাঞ্চলে ‘হত্যা ও উচ্ছেদ অভিযানের’ মাধ্যমে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নির্মূল করে ফেলছে বলে শঙ্কিত সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গাজার জাবালিয়া, বেইত হানুন ও বেইত লাহিয়া এলাকার মানুষকে নিয়ে বিশেষভাবে চিন্তিত জাতিসংঘ। সর্বশেষ হামলায় সেখানকার সম্পূর্ণ একটি আবাসিক ব্লক ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েল। এই ঘটনায় অন্তত ৮৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গাজা সরকার পরিচালিত গণমাধ্যমের কার্যালয় থেকে জানানো হয়েছে, আকস্মিক হামলায় একাধিক বাড়ি ও বহুতল একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে।
এই হামলার কিছুদিন আগে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছিলেন যে, আঘাতপ্রাপ্ত ও পালিয়ে বেড়ানো ফিলিস্তিনিদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য তিনটি হাসপাতাল আংশিকভাবে হলেও কার্যক্রম পরিচালনা করছিলো। কিন্তু ইসরায়েলি হামলার কারণে তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের হামলার জবাবে গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল। চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখখানেক। আর প্রায় ২৩ লাখ মানুষের পুরো জনসংখ্যাকে উচ্ছেদ করা হয়েছে।