সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জীবন এখন শঙ্কামুক্ত

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর জীবন এখন শঙ্কামুক্ত। তার অস্ত্রোপচার সফল হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ফিকোর বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে স্লোভাকিয়ার উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা বলেছেন, ফিকোর অস্ত্রোপচার সফলভাবে হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন। আমার ধারণা, সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এর আগে প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, হ্যান্ডলোভা শহরে গুলিবিদ্ধ হয়ে জীবন-যুদ্ধ করছেন ফিকো। জানা গেছে, ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্টোকা মনে করেন, ফিকোকে গুলি করা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
স্লোভাকিয়ান মিডিয়া জানিয়েছে, বুধবার বিকেলে হ্যান্ডলোভা শহরের হাউস অব কালচারের বাইরে চারটি গুলিবিদ্ধ হন ফিকো। তখনই তাকে হেলিকপ্টারে করে বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর থেকে প্রধানমন্ত্রীর অবস্থার বিষয়ে কোনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। তবে তার সেকেন্ড-ইন-কমান্ড বলেছেন, ফিকো জীবন-নাশের হুমকিতে নেই। এখন আগের চেয়ে ভালো আছেন।
স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অভিযুক্তকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তৃতীয়বারের মতো স্লোভাকিয়া প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন ফিকো। ৩০ সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্টারি নির্বাচনে তার বামপন্থি দল জয়লাভ করে। রুশপন্থি ও যুক্তরাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়েছিল দলটি।
বিশ্লেষকদের উদ্বেগ, ফিকোর শাসনে দেশটিতে পশ্চিমাপন্থি নীতির পরিবর্তন হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টার অর্বানের নেতৃত্ব অনুসরণ করেন তিনি। তার নীতির বিরোধিতা করে রাজধানীসহ পুরো স্লোভাকিয়াজুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছিলেন হাজার হাজার মানুষ।
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের তিন সপ্তাহ আগে এই গুলির ঘটনাটি ঘটলো। ওই নির্বাচনে জনরঞ্জনবাদী ও কট্টর-ডানপন্থি দলগুলো জয় লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর