শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

সৌদির কাছে হারের পর অসুস্থ হয়ে পড়েছিল মেসির ছেলেরা

ভয়েস বাংলা রিপোর্ট / ৬০ বার
আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েই বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। এতে ফিকে হয়ে এসেছিল লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন। আর্জেন্টিনা পড়েছিল গ্রুপ পর্ব পার করা নিয়ে। তবে মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত জয়ে নিজেদের খুঁজে পেয়েছে আর্জেন্টিনা।

প্রথমার্ধে অবশ্য গোল করতে পারেনি তারা। কিন্তু দ্বিতীয় অর্ধে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। ম্যাচসেরার পুরস্কারও শেষ অবধি পান তিনি। আর্জেন্টিনার এমন জয়ের শেষে সৌদি ম্যাচের পরের দিনগুলোর কথা জানিয়েছেন মেসি। পরিবারের সাহায্যকে তিনি দেখিয়েছেন বড় করে। আলবিসেলেস্তে অধিনায়ক জানিয়েছেন, সৌদির কাছে হারের পর অসুস্থ হয়ে গিয়েছিলেন তার সতীর্থরা। টিওআইসি স্পোর্টসকে তিনি বলেছেন, আমার পরিবার সবসময়ই আমাকে সঙ্গ দেয়। তারা অনেক ভুগেছে। প্রথম ম্যাচে হারের পর ওরা অসুস্থ হয়ে গিয়েছিল।

মেক্সিকা ম্যাচ নিয়ে মেসি বলেন, দ্বিতীয়ার্ধে আমরা পুরো মাঠ জুড়ে খেলেছি। আমরা যেন সেই সময়ে স্বরূপে ফিরি। তারপর ফলাফল আমাদের জন্য উচ্ছ্বাস নিয়ে আসে, যা আমাদের প্রয়োজন ছিল। নিজেদের স্থির করার জন্য আমাদের এই ম্যাচ জিততেই হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর