বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

সোনালীকা ট্রাক্টরের সঙ্গে দেশের মাটিতে গড়ে উঠুক উদ্যোক্তাদের জীবনের নতুন গল্প। ঈদ আয়োজন আরও উজ্জ্বল হোক দিন বদলের উচ্ছ্বাসে। এ সি আই মটরস্ -এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক! #ACIMotors #Sonalika #Tractor

রিপোর্টার / ০ বার
আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই পরবর্তী জাতীয় নির্বাচন হবে বলে এবার জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন— আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে তার ওপর নির্ভর করবে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই।

বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদরাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কবে হবে— এমন প্রশ্ন তথ্য উপদেষ্টার সামনে রেখেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, নির্বাচন দেবে কি না, কবে দেবে— এসব নিয়ে কোনো ধোঁয়াশা নেই। অবশ্যই নির্বাচন হবে। ডিসেম্বর অথবা জুন—দুটি টাইমলাইন আছে। এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। এ কথার বাইরে সরকার হয়তো যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে।

মাহফুজ আলম আরও বলেন, রাজনৈতিক দল, দেশি-বিদেশি সহযোগী ও অন্যান্য অংশীজনদের পরামর্শ ছাড়া সরকার একা আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলছে। আমরা মনে করছি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

তথ্য উপদেষ্টা এর আগে বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় তার দাদা-দাদির কবর জিয়ারত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর