সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার ৪ দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর সংসদে নারী আসন ১০০ করার বিষয়ে একমত বিএনপি অস্থিরতা কাটাতে রাজনৈতিক ঐক্য দরকার: ফখরুল সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে : জিএম কাদের সিইসির সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমান ৩০০ সংরক্ষিত আসন, বিয়ে-তালাক-উত্তরাধিকারে সমানাধিকারের সুপারিশ নারীবিষয়ক সংস্কার কমিশনের বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভ

সেনাবাহিনীতে ‘ক্যু’ নিয়ে ইন্ডিয়া টুডের খবর মিথ্যা ও বানোয়াট: আইএসপিআর

রিপোর্টার / ১৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীতে ‘সামরিক ক্যু’ উল্লেখ করে ভারতের ইন্ডিয়া টুডে’তে যে প্রতিবেদন করা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

মঙ্গলবার (২৫ মার্চ) আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে যে, ইন্ডিয়া টুডে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর একটি রুটিন সভা সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে। আজ (২৫ মার্চ) প্রকাশিত ‘প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি বৈঠক’ শীর্ষক প্রতিবেদনটি সাংবাদিকতার অসদাচরণ এবং এক সময়ের স্বনামধন্য একটি সংবাদ মাধ্যমের মিথ্যা তথ্যের প্রচারক হয়ে ওঠার একটি উজ্জ্বল উদাহরণ।

আইএসপিআর জানায়, বিশ্বাসযোগ্য সূত্র বা কোনও যাচাইযোগ্য প্রমাণের অভাবে এই প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। প্রতিবেদনে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘আসন্ন অভ্যুত্থানের’ দাবি সম্পূর্ণরূপে অসাদাচরণমূলক। এটা খুবই দুঃখজনক যে, ইন্ডিয়া টুডে যথাযথ অধ্যবসায় বা সাংবাদিকতার সততার প্রতি দায়িত্বশীল প্রতিশ্রুতি ছাড়াই চাঞ্চল্যকর বিবরণ প্রকাশ করে চলেছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা এই প্রথম নয়। এই ধরনের মিথ্যা অপবাদ যে প্রচার করা অব্যাহত রয়েছে তা ইন্ডিয়া টুডের সম্পাদকীয় অনুশীলনের একটি উদ্বেগজনক প্রতিফলন, যা চাঞ্চল্যকর গল্প তৈরি হওয়ার দিকে সরে গেছে বলে মনে হয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবার প্রতি তার অঙ্গীকারে অবিচল এবং গণতন্ত্র ও শান্তির নীতি সমুন্নত রাখার কাজ অব্যাহত রাখবে। আমরা ইন্ডিয়া টুডেসহ সব সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতায় যুক্ত হওয়ার এবং ভিত্তিহীন ও ক্ষতিকারক যা এই দুই মহান দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন ও অবিশ্বাস তৈরি করে তা প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর