শিরোনাম :
সেই চেনা সুরে নববর্ষ বরণ

করোনা মহামারিতে গত দু’বছর থমকে ছিল বটমূল। বাজেনি কোনও সুর। দীর্ঘ অপেক্ষা পর আবারও নববর্ষের প্রথম সূর্যটা উঠলো গানে গানে। আজ বৃহস্পতিবার পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ভোরের রাগালাপে সূচিত হলো ছায়ানট আয়োজিত বর্ষবরণ। দুই বছরের বিরতির পর আবারও চেনা জায়গায় ফিরলো সংগঠনটি। বর্ষবরণ অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত।
রমনা বটমূলে উপস্থিত শ্রোতা-দর্শকরা
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর