সিসিইউতে খালেদা জিয়া, দেখতে যাচ্ছেন সিনিয়র নেতারা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিক্যাল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে এভারকেয়ার হাসপাতালে সিসিইউ-সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি।
সোমবার (৮ জুলাই) দুপুর ১২টা ৫৫ মিনিটে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে গত রবিবার দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়াপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, দুপুর ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়াপারসনের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। এর আগে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম খালেদা জিয়াকে দেখতে যান।