শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

সামাজিক বনায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত বনভূমি সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ১২৮ বার
আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, সামাজিক বনায়নের মাধ্যমে দেশে কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে বলে জানিয়েছেন  ‘একটি দেশের এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, যেখানে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমি আছে মোট ভূমির ২২ দশমিক ৩৭ শতাংশ। পতিত জমিতে, সাগরে জেগে ওঠা নতুন চর ও উপকূলীয় এলাকায় বনায়ন করে লক্ষ্যমাত্রার অবশিষ্টাংশ পূরণ করা হবে।

পরিবেশমন্ত্রী শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ধান, বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম, মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দীন প্রমুখ। পরে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমি সৃজন কষ্টসাধ্য, বিধায় জনসাধারণকে এগিয়ে আসতে হবে। বাড়ির আনাচে কানাচে, খোলা জায়গায়, পতিত জমিতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, যথাযথভাবে এর পরিচর্যা করতে হবে। কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমি সৃষ্টি করতে পারলে আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে পারবো।

এ কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলায় ৩ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে একবিঘা জমির জন্য ২ কেজি করে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড বোরো ধানের বীজ এবং ৮০০ জন কৃষকের মাঝে ৫ কেজি উচ্চ ফলনশীল বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর