সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক

রিপোর্টার / ১৬ বার
আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
রবিউল হোসেন ভুঁইয়া জানান, হাজী সেলিমের নামে একাধিক মামলায় রয়েছে। দীর্ঘদিন তাকে নজরদারি রাখার পর ডিএমপির একটি গোয়েন্দা দল হাজী সেলিমকে আটক করেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বংশালের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তী সময়ে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর