সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার ৪ দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর সংসদে নারী আসন ১০০ করার বিষয়ে একমত বিএনপি অস্থিরতা কাটাতে রাজনৈতিক ঐক্য দরকার: ফখরুল সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে : জিএম কাদের সিইসির সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমান ৩০০ সংরক্ষিত আসন, বিয়ে-তালাক-উত্তরাধিকারে সমানাধিকারের সুপারিশ নারীবিষয়ক সংস্কার কমিশনের বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভ

সাবেক ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক মারা গেছেন

রিপোর্টার / ১৯ বার
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ১১টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হাসপাতালেই গত বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে থাকা আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। এর মধ্যে বৃহস্পতিবার তার অবস্থার আরও অবনতি হতে থাকে। রাত ১০টা ৪৫ মিনিটে লাইফ সাপোর্ট খুলে ফেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন জানিয়েছেন, তার জানাজার স্থান এখনো ঠিক করা হয়নি। শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ বা ধানমন্ডি-৭ নম্বরে জানাজা হতে পারে। সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।
গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে হঠাৎ পড়ে যান আরেফিন সিদ্দিক। দ্রুত তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নিয়ে ভর্তি করা হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখান থেকে আর ফিরলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক।

আরেফিন সিদ্দিক ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ২৭তম উপাচার্য।

এর আগে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক পদে ছিলেন আরেফিন সি দ্দিক। উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর পর ফের ওই বিভাগে ফিরে যান তিনি। এর মধ্যে ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বিভাগটির চেয়ারম্যান ছিলেন। ২০২০ সালের জুনে শিক্ষকতা থেকে অবসর নেন তিনি।

আরেফিন সিদ্দিক ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালে ফের বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হন। জুলাই অভ্যুত্থানের জের ধরে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১০ নভেম্বর এ পদে তার জায়গায় নিয়োগ দেওয়া হয় দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর