সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের নামে পূর্ণাঙ্গ প্রতিবেদন

রিপোর্টার / ১ বার
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুরসহ আটজনকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (২১ এপ্রিল) এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের কোনো ঘটনায় এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা পড়ল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই অপরাধে যারা ক্ষমতার শীর্ষ বিন্দুতে থেকে তাদের ক্ষমতায় থাকাটাকে চিরস্থায়ী করার জন্য বৈধ ও অবৈধ প্রক্রিয়ায় জড়িত ছিল, তারা সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ করেছেন।

৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় ছয় ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানান তাজুল ইসলাম। বলেন, বিভিন্ন বাহিনীর কিছু কর্মকর্তা, কিছু সরকারি কর্মচারী এই অপরাধ সংগঠনে সরাসরি পরিকল্পনা, প্রস্তুতি, আদেশ ও সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সংশ্লিষ্টতা তদন্তে পাওয়া গেছে।

এ মামলার আট আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আক্তারুল ইসলাম ছাড়াও অন্যরা রয়েছেন।

এই আটজনের মধ্যে সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে নির্দেশ ও যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের বিরুদ্ধে ভিডিওসহ অন্যান্য প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপির বিরুদ্ধেও অপরাধে সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত বিচারাধীন এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সে কারণে তাদের উপস্থিত করানো হয়নি।

এ মামলার তদন্ত প্রতিবেদনের সঙ্গে দুটি অডিও রেকর্ড জমা দেওয়া হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার একটি কল রেকর্ড রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর