সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ মে) রাতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিবির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবারের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে মমতাজকে।
ডিএমপি জানিয়েছে, হত্যাসহ নানা অভিযোগে জুলাই অভ্যুত্থানের একাধিক মামলার আসামি মমতাজ। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে (১৩ মে) আদালতে হাজির করা হবে।
লোকগানের শিল্পী হিসেবে সারা দেশে জনপ্রিয়তা অর্জন করেছিলেন মমতাজ। ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন তিনি। পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশ্য একই আসনে নির্বাচন করে পরাজিত হন তিনি।