সাবস্টেশনে আগুনে হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা, মাঝপথে ফিরল বিমানের ফ্লাইট

সাবস্টেশনে আগুন থেকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর সারা দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দর খোলার ঘোষণা না আসা পর্যন্ত যাত্রীদের সেখানে না যেতে অনুরোধ করা হয়েছে।
এদিকে হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় মাঝপথ থেকে ফিরে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী বিজি ২০১ ফ্লাইট। বিমান জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের লন্ডনের পথে ফ্লাইট রওয়ানা দেবে।
বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (২১ মার্চ) যুক্তরাজ্যের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিথ্রোয় বিদ্যুৎ সরবরাহকারী বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগে। এতে আশপাশের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত হিথ্রো বন্ধ করে দিতে হয়েছে। যাত্রীদের জন্য এটি সুখবর নয়, আমরা জানি। কিন্তু পরিস্থিতি সামাল দিতে এর বিকল্প ছিল না। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যতটাসম্ভব কঠোর পরিশ্রম করছি।
অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
হিথ্রো বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় ১৩০০ ফ্লাইট ওঠানামা করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর রেকর্ড ৮৩ দশমিক ৯ মিলিয়ন যাত্রী (আট কোটি ৩৯ লাখ) এই বিমানবন্দরের বিভিন্ন টার্মিনাল ব্যবহার করেছেন।
শুক্রবার হিথ্রোর অচলাবস্থার কারণে অন্তত ১৩৫১টি ফ্লাইট প্রভাবিত হবে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, হিথ্রো বন্ধ ঘোষণার সময় ১২০টির মতো ফ্লাইট মাঝ আকাশে ছিল, যেগুলো এই ঘোষণা জটিলতায় পড়বে।
যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সাতটি ফ্লাইট হিথ্রোর পথে রওয়ানা হওয়ার পর আবার ফিরে গেছে বা অন্য বিমানবন্দরের পথে রওয়ানা হয়েছে। অস্ট্রেলিয়ার সরকারি সংস্থা কোয়ান্টাস এয়ারলাইন জানিয়েছে, তাদেরও দুটি ফ্লাইট দিক বদলে লন্ডন থেকে প্যারিসের দিকে চলে গেছে।
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটটিও ঢাকা থেকে লন্ডনের পথে রওয়ানা হয়েছিল। হিথ্রো বিমানবন্দর বন্ধের ঘোষণায় মাঝপথ থেকে সেটি ঢাকা ফিরে আসছে।
যোগাযোগ করলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) বোসরা ইসলাম এক বার্তায় জানিয়েছেন, লন্ডনে যে ফ্লাইটটি যাচ্ছিল সেটি মাঝপথ থেকে ফিরে আসছে। কারণ লন্ডনে ফ্লাইট ওঠানামা এখন বন্ধ। পরিস্থিতি ঠিক হলে আবার ফ্লাইট চালু হবে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।