মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ প্রকল্প

ভয়েস বাংলা রিপোর্ট / ৫১ বার
আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩

২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র (এডিপি) আওতায় প্রকল্প সংখ্যা ১ হাজার ৫২৫টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ৪১০টি কারিগরি সহায়তা প্রকল্প ১১৫টি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ১০ হাজার ২টি প্রকল্পসহ সংশোধিত এডিপি’র সর্বমোট প্রকল্প দাঁড়াবে ১ হাজার ৬২৭টি।

বুধবার (১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) এ বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০টি প্রকল্প হচ্ছে—

১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ: প্রায় ১৪ হাজার ৮৩৬ কোটি টাকা।

২. মাতারবাড়ি ২*৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার্ড পাওয়ার প্রজেক্ট: প্রায় ৬ হাজার ১৬২ কোটি টাকা।

৩. চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪): প্রায় ৬ হাজার ১৩৮ কোটি টাকা।

৪. পদ্মা সেতু রেল সংযোগ (১ম সংশোধিত): প্রায় ৬ হাজার ১৩৭ কোটি টাকা।

৫. ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬): প্রায় ৪ হাজার ২৩৩ কোটি টাকা।

৬. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) (১ম সংশোধিত): প্রায় ৩ হাজার ৪৭৩ কোটি টাকা।

৭. পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (২য় সংশোধিত): প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা।

৮. সাসেক সড়ক সংযোগ প্রকল্প: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত): প্রায় ২ হাজার ৩৪৫ কোটি টাকা।

৯. বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ: প্রায় ২ হাজার ১৭৭ কোটি টাকা।

১০. ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্প,  বরাদ্দ প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা।

এনইসি সূত্র জানিয়েছে, বরাদ্দবিহীনভাবে অননুমোদিত নতুন ৪৫৫টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন ১৩৩টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থার নিজস্ব অর্থায়নে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প সংখ্যা ১২টি। পিপিপি প্রকল্প ৭৮টি অন্তর্ভুক্ত হয়েছে এবং ৩০ জুন ২০২২ এর মধ্যে সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্প ছিল ৩৬৫টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর