বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন— ভারতীয় গণমাধ্যমে দাবি আ.লীগ নেতার

রিপোর্টার / ০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা শিগগিরই বাংলাদেশে ফিরবেন বলে ভারতীয় গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বী আলম।

জুলাই-আগস্টের আন্দোলনকে ‘সন্ত্রাসীদের বিদ্রোহ’ অভিহিত করে তিনি বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদও দেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় রাব্বী আলমের একটি ভিডিও সাক্ষাৎকার তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রকাশ করেছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন কর্মকর্তা রাজনীতি ডটকমকে বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি।’ তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি মন্তব্য করেননি তিনি।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই রাব্বি আলমকে শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়েছে। বছরে দুয়েক আগে তিনি আলোচনায় এসেছিলেন ওই সময়কার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে মামলা করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের বাধাদানকারীদের আটকাতে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করলে বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র কমিটির সভাপতি হিসেবে তিনি মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ওই মামলা করেছিলেন।
বিষয়টি আলোচনায় এলে তখনকার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে আওয়ামী লীগ পরিচয় দেওয়া ‘স্বার্থান্বেষী ও সুবিধাবাদী’ হিসেবে অভিহিত করেছিলেন।

অন্যদিকে ঢাকায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এক বিবৃতিতে রাব্বী আলমকে সংগঠন থেকে বহিষ্কার করার পাশাপাশি পরিষদের যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রমেই স্থগিতাদেশ দিয়েছিলেন।

এএনআইকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে ড. রাব্বি আলম বলেন, বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করা প্রয়োজন। একটি রাজনৈতিক বিদ্রোহ আছে, সেটি ঠিক আছে। কিন্তু এখন বাংলাদেশে যা চলছে তা প্রকৃতপক্ষে সন্ত্রাসী বিদ্রোহ। এ কারণেই আপনাদের সহায়তা প্রয়োজন।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে রাব্বী আলম বলেন, আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। এ জন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে থাকতে দেওয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে রাব্বী আলম বলেন, আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলব, আপনি পদত্যাগ করুন। আপনি যেখান থেকে এসেছেন, সেখানে ফিরে যান। আপনার এখানে থাকার কোনো অধিকার নেই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায়।

শেখ হাসিনা ও আওয়ামী লীগ শিগগিরই বাংলাদেশের রাজনীতিতে ফিরবে জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এই নেতা বলেন, এটি বাংলাদেশের জনগণের জন্য একটি বার্তা— শেখ হাসিনা রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন। আমরাও রাজনীতিতে প্রত্যাবর্তন করব।

তরুণ প্রজন্ম ভুল করেছে উল্লেখ করে রাব্বী আলম বলেন, নিঃসন্দেহে তোমরা ভুল করেছ। তোমরা ভুল কাজ করেছ। কিন্তু এটি সমস্যা নয়। তোমাদের ভুল পথে পরিচালিত করা হয়েছে। তোমরা দেশের ইতিহাস-সংস্কৃতি সম্পর্কে জানো। মুক্তিযুদ্ধের ইতিহাস জানো, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানো। শেখ হাসিনা ও তার বাবা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৈতিকতা ও মর্যাদার কথা জানো।

সবার উদ্দেশে রাব্বী আলম আবারও বলেন, কেউ চিন্তা করবেন না, শেখ হাসিনা খুব শিগগিরই ফিরবেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিন থেকেই তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন। এর মধ্যে দেশে তার বিরুদ্ধে গণহত্যাসহ নানা অপরাধের অভিযোগে তার সময়েই গড়ে তোলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। রয়েছে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অবৈধভাবে সম্পদ উপার্জনের অভিযোগের মামলাও।

এসব মামলার বিচারকাজের জন্য বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর