রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

৪৭-এও শিল্পার ২৪ ইঞ্চি কোমর, ঈর্ষা করেন নারীরাও

ভয়েস বাংলা প্রতিবেদক / ৪৩ বার
আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩

চলচ্চিত্র জগতের লাস্যময়ী অভিনেত্রী শিল্পা শেঠি। আবেদনময়ী এই নায়িকাকে দেখতে দেখতে অনেকে হয়ে গেছেন বুড়ো, আবার জন্মের পর অনেকে শিল্পাকে দেখতে পাড় করেছেন জীবনের অর্ধেক সময়। কিন্তু পরিবর্তন হয়নি নায়িকা শিল্পার। ২০ বছর আগেও যেমন ছিলেন, এখনও তেমনই রয়েছেন শিল্পা। আর তাকে দেখে নারীরাও যেন ঈর্ষা করছেন।
রুপের আগুন দিয়ে যেন গোটা দুনিয়া লুঠ করেছিলেন বলিউডের এই নায়িকা। এই অভিনেত্রীর বয়স যে ৪৭ বছর তা বোঝার যেন জো নেই। আজ থেকে ২০ বছর আগের শিল্পা এবং আজকের শিল্পার মধ্যে তফাৎ খুঁজে পাওয়া দায়। বলিউডের পরিচালক ফারহা খান একবার আক্ষেপ করে বলেই ফেলেছিলেন, ‘একটুও বদলাওনি তুমি।’
এদিকে পুরুষ তো বটেই, নারীদের কাছেও ঈর্ষার অন্যতম জায়গা শিল্পা শেঠির ‘পাতলি কমরিয়া’। ভক্তদের প্রশ্ন, এই নায়িকার কোমর সেই ২৪ ইঞ্চিই রয়ে গেল? তবে নিজের সৌন্দর্য্য নিয়ে কখনও রাখঢাক করেননি শিল্পা।
কীভাবে নিজের শরীর মেদ মুক্ত রেখেছেন এই নায়িকা? এই নিয়ে বেশ খুল্লামখুল্লা শিল্পা। এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ে সালমান খান মজা করে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন শিল্পার দিকে, ‘বয়স হচ্ছে, কোমরে ব্যথা হয় নাকি?’ সালমানের প্রশ্নের ফুলটসে কার্যত ছক্কা হাঁকিয়ে বল বাউন্ডারির বাইরে বার করেছিলেন অভিনেত্রী। সোজা সাপটা জবাব, ‘আমি যোগাসন করি নিয়মিত।’
শুধু ফিগার নিয়ন্ত্রণ নয়, সুস্থ শরীর পেতে যোগাভ্যাস অত্যন্ত জরুরি, সেই বার্তা দিয়েছেন তিনি। কারিনা কাপুরের চ্যাট শোতে এসে নিজের ‘বডি গোল’-এর কথা জানিয়েছেন এই নায়িকা। শিল্পার ‘ফিগার’-এর ভূয়সী প্রশংসা শোনা যায় বেবোর কণ্ঠেও। কার মতো দেহ সৌন্দর্য্য পেতে চান শিল্পা? হলিউডের এক জনপ্রিয় তারকার নাম বলেন তিনি। বেবোও আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘অবশ্যই, তুমিই পারবে।’
এদিকে শিল্পার খাওয়া-দাওয়া করা নিয়ে অনেকেরই কৌতুহল রয়েছে। যদিও শিল্পার স্পষ্ট জবাব, সপ্তাহের বাকি দিনগুলো পরিমিত খাবার খেলেও একটি দিন তার চিট ডে। শিল্পার পাশাপাশি তার ছেলে বিয়ানও শারীরিক কসরতে বেশ পারদর্শী। মায়ের মতো নিয়মিত শরীরচর্চা করেন তিনি। একটি ডান্স রিয়্যালিটি শোয়ে এসে হ্যান্ড স্টান্ট করে রীতিমতো চোখ ধাঁধিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর