রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোপা জয়ের রোমাঞ্চ নিয়ে মেসির আবেগঘন পোস্ট

ভয়েস বংলা প্রতিবেদক / ১৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

চোট পেয়ে অ্যাঙ্কেল ফুলে ঢোল হয়েছে, এর ব্যথা তো ছিলই। এর সঙ্গে ছিল তাঁর অনুপস্থিতিতে আর্জেন্টিনা শেষ পর্যন্ত কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি জিততে পারবে কি না। সব মিলিয়ে ডাগআউটে বসে অঝোরে কাঁদতে শুরু করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
বাংলাদেশ সময় গতকাল সকালে হার্ড রক স্টেডিয়ামে মেসির সেই কান্না যেন সংক্রমিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেও। ম্যাচ শেষে আরেকবার কেঁদেছেন মেসি, সেই কান্না ছিল আনন্দের। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে যে লাওতারো মার্তিনেজের গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
এমন চড়াই-উতরাই পেরোনো ম্যাচ শেষে মেসি কোনো কথা বলেননি। সতীর্থ ও পরিবারের মানুষদের সঙ্গে উদ্‌যাপন শেষ করে অনেক পরে নিজের চোট, আবেগ আর অন্যান্য বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
মেসি ইনস্টাগ্রাম পরপর তিনটি পোস্ট করেছেন। প্রথম পোস্টে তিনি দুই হাতে কোপা আমেরিকার দুটি ট্রফি নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আরও একটি…।’ দ্বিতীয় পোস্টে পরিবারের সদস্যদের নিয়ে শিরোপা উদ্‌যাপনের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘পরিবার।’ এরপর ভালোবাসার একটি ইমোজি দিয়ে লেখাটা আরেকটি বাড়িয়েছেন, ‘সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
মেসি তাঁর তৃতীয় পোস্টটিতে সবাইকে ধন্যবাদ জানানো নিজের চোটের অবস্থা নিয়ে খবর দেওয়াসহ নানা বিষয়ে লিখেছেন। তাঁর সেই পোস্টের শুরুটা ছিল এ রকম, ‘কোপা আমেরিকা শেষ। প্রথমেই আমি আমাকে দেওয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
এরপর তিনি জানিয়েছেন নিজের চোটের অবস্থা, ‘আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব।’
সবশেষে মেসি আনহেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দি আর তাঁর নিজের মতো ক্যারিয়ার সায়াহ্নে এসে দাঁড়ানো খেলোয়াড়দের কথা বলেছেন, ‘ফিদেও (দি মারিয়া) আমাদের ছেড়ে গেছে। কিন্তু আমরা আরেকটি কাপ জিতেছি। এ কারণে আমি খুব খুশি। বড় ব্যাপার হচ্ছে, তার মতো ওতা ও আমি—আমরা বিশেষ রোমাঞ্চ নিয়ে অনুভব করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর