শাহরুখ খানের বাসভবন ঘেরাও করে রেখেছে পুলিশ

হঠাৎ কি এমন হলো যে বলিউড বাদশাহ,র প্রাসাদ মান্নাত ঘিরে রেখেছে পুলিশ? শাহরুখ এই মুহূর্তে এ-২৩ নামক একটি অনলাইন গেমিং অ্যাপের প্রতিনিধি। বিভিন্ন সময় এই অ্যাপের হয়ে প্রচার চালাতেও দেখা গিয়েছে কিং খানকে। আর সেকারণেই শাহরুখের সাধের ‘মান্নাত’-এর সামনে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখায় আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন। তবে মুম্বাই পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। ঘটনায় প্রায় ৪-৫ জনকে আটক করে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শাহরুখের মান্নাতের সামনে আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। তাদের প্রতিবাদ অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে। তাদের অভিযোগ, ‘বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলিতে কাজ করছেন, যেটা যুব সমাজকে বিপথগামী করছে, ভুল পথে চালিত করছে। তবে বিক্ষোভকারীদের সরানো হলেও ফের সমস্যা শুরু হতে পারে, এই আশঙ্কাতেই মান্নাতের সামনে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এখনও মান্নাতের সামনে রয়েছে কড়া পুলিশি প্রহরা।