শান্ত-জাকিরের ব্যাটে বড় লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ: দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ১৩৪/১ (জাকির ৫৪*, শান্ত ৫৪*; জয় ১৭); দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ৩৭০ রানে।
আফগানিস্তান: প্রথম ইনিংসে ৩৯ ওভারে ১৪৬ (জহির ০*: করিম ২৩, নিজাত ০, ইয়ামিন ০, আমির ৬, আফসার ৩৬, জামাল ৩৫, হাশমতউল্লাহ ৯, রহমত ৯, মালিক ১৭, ইব্রাহিম ৬)
বাংলাদেশ: প্রথম ইনিংসে ৮৬ ওভারে ৩৮২ (এবাদত ০*; শরিফুল ৬, তাসকিন ২, তাইজুল ০, মুশফিক ৪৭, মিরাজ ৪৮, লিটন ৯, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, জয় ৭৬, জাকির ১)
দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ২০ রানে শেষ ৫ উইকেট হারালো বাংলাদেশ। আফগানিস্তানের কোচ জনাথন ট্রটের কথাই সত্যি হলো। যদিও তার চাওয়ার চেয়ে ১০টি রান বেশি করেছে বাংলাদেশ। সাবেক ইংল্যান্ড ক্রিকেটার চেয়েছিলেন, দ্বিতীয় দিন ১০ রানে বাংলাদেশকে ৫ উইকেটে গুটিয়ে দিতে। তারপর ব্যাটিংয়ে নেমে ৫০০ রান করবে তার ব্যাটাররা। কিন্তু বোলাররা আশা পূরণ করলেও ব্যাটাররা ব্যর্থ। এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের স্পিনে ১৪৬ রানেই থামে আফগানিস্তান।
৩৮২ রান করা বাংলাদেশ ২৩৬ রানের লিড পেয়ে ফলো অনের সুযোগ নেয়নি। তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে এবং মাহমুদুল হাসান জয়ের ঝড়ো ১৭ রানের পর নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের দুরন্ত ব্যাটিং বাংলাদেশকে ভুলিয়ে দিয়েছে দিনের বাজের শুরুটা।
১১৬ রানের অপরাজিত জুটিতে দিন শেষ করেছেন জাকির ও শান্ত। দুজনেই সমান ৫৪ রানে খেলছিলেন। ১ উইকেটে বাংলাদেশ করেছে ১৩৪ রান। লিড ৩৭০ রানের।
জাকির-শান্তর ফিফটিতে লিড সাড়ে তিনশ ছাড়িয়ে
দলীয় ১৮ রানে মাহমুদুল হাসান জয় (১৭) ফেরার পর জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। প্রথম ইনিংসের ব্যর্থতা পাশ কাটিয়ে ফিফটি করেছেন জাকির। ২১তম ওভারের শেষ বলে ষষ্ঠ বাউন্ডারিতে ৫৬ বলে পঞ্চাশ ছোঁন তিনি। তার পরের ওভারের প্রথম বলে অষ্টম চার মেরে ৬১ বলে হাফ সেঞ্চুরি করেন শান্ত। দুজনের একশ ছাড়ানো জুটিতে বাংলাদেশের লিড সাড়ে তিনশ ছাড়িয়ে।
আগ্রাসী শান্ত-জাকির, লিড তিনশ ছাড়িয়ে
আফগানিস্তানকে বড় লক্ষ্য দিতে দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করছেন বাংলাদেশের ব্যাটাররা। ২ ওভারে ১৮ রান তুলে ফিরে যান মাহমুদুল হাসান জয়। পরে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তও আগ্রাসী ব্যাটিং করছেন। পঞ্চম ওভারে দুটি বাউন্ডারি হাঁকান শান্ত, পরের ওভারে জাকির মারেন তিনটি। তাদের ব্যাটে বাংলাদেশের লিড তিনশ ছাড়িয়ে গেছে। ১৮তম ওভারে ইয়ামিন আহমদজাইকে টানা চারটি বাউন্ডারি মেরেছেন শান্ত।
ঝড় তুলে আউট জয়
দ্বিতীয় ইনিংসে জাকির হাসানকে নিয়ে উদ্বোধনী জুটিতে নেমেছিলেন মাহমুদুল হাসান জয়। খেললেন ২ ওভার, পুরোটা সময় ছিলেন স্ট্রাইকে। ১৩ বলে চারটি চারে ১৭ রান তোলেন তিনি। প্রথম ওভারে জীবন পেয়েও লম্বা ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় ওভারের শেষ বলে আমির হামজার শিকার এই ওপেনার। ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
আফগানিস্তানকে দেড়শও করতে দেয়নি বাংলাদেশ
মিরাজের ১৫০তম উইকেটে অলআউট আফগানিস্তান
চা বিরতির পর ফিরে মেহেদী হাসান মিরাজ দেন এক রান। তাইজুল ইসলাম পরের ওভারে নিজাত মাসুদকে খালি হাতে ফেরান। জাকির হাসান সিলি মিড অফে তার ক্যাচ নেন। এরপরই মিরাজ তুলে নেন তার ১৫০তম টেস্ট উইকেট। করিম জানাত ২৩ রানে স্টাম্পিং হন। ১৪৬ রানে অলআউট আফগানিস্তান। ২৩৬ রানের লিড নেয় বাংলাদেশ। ফলো অনের সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠানোর সুযোগ থাকলেও তা নিচ্ছে না তারা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন এবাদত হোসেন। দুটি করে পান শরিফুল ইসলাম, মিরাজ, তাইজুল ইসলাম।