শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

শান্তিরক্ষীদের নিয়ে ডয়েচে ভেলের প্রতিবেদনের কোনও মূল্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩৪ বার
আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪

Bangla Tribune

হোমজাতীয়
শান্তিরক্ষীদের নিয়ে ডয়েচে ভেলের প্রতিবেদনের কোনও মূল্য নেই: পররাষ্ট্রমন্ত্রী
বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৪, ২১:৪০
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘ মহাসচিব এবং সংস্থার অন্যান্য কর্তাব্যক্তিসহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করছে। তাদের নিয়ে ডয়েচে ভেলের নেতিবাচক প্রতিবেদন অন্তঃসারশূন্য, দেশবিরোধী। ডয়েচে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল, কারণ কোনও তথ্য-উপাত্তের ভিত্তিতে তা করা হয়নি। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের অবদানকে খাটো করার জন্য সেটি ইচ্ছাকৃত করা হয়েছে বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, শান্তিরক্ষীদের নিয়ে ডয়েচে ভেলের প্রতিবেদনের কোনও মূল্য নেই।

এন্টিগা ও নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাম্প্রতিক সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষ অবদান রাখা বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী নিয়ে ডয়েচে ভেলে একটি নেতিবাচক প্রতিবেদন করেছে—এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডয়েচে ভেলে মাঝেমধ্যেই এমন প্রতিবেদন করে, যা দেশের স্বার্থবিরোধী এবং দেশকে আন্ডারামাইন করে। সেজন্য ঠিক ডয়েচে ভেলে নয়, বরং সেখানে কিছু বাঙালি আছে, তারা এগুলোর সঙ্গে যুক্ত। বড় কথা, ডয়েচে ভেলের প্রতিবেদনটি অসার, অন্তঃসারশূন্য। সেখানে সাবস্ট্যানটিভ কিছু নেই।

মন্ত্রী জানান, বাংলাদেশের শান্তিরক্ষীরা জাতিসংঘে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছে। জাতিসংঘ মহাসচিব তার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন। শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে জাতিসংঘের অন্যান্য কর্তাব্যক্তিও আমাদের বাহিনীর দক্ষতার প্রশংসা করেছেন। এ পর্যন্ত বাংলাদেশের ১৬৯ জন শান্তিরক্ষী জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে আত্মদান করেছেন, সেটিও বিশ্বময় অত্যন্ত সম্মানিত হয়েছে।
যেখানে বাংলাদেশের শান্তিরক্ষীদের বিশ্বময় প্রশংসা হচ্ছে, সেখানে ডয়েচে ভেলের প্রতিবেদনের কোনও মূল্য নেই বলেও অভিমত দেন হাছান মাহমুদ।
সাবেক আইজিপি বেনজীর প্রসঙ্গে
বিএনপির মন্তব্য ‘বেনজীর-আজিজ আওয়ামী লীগ সরকারের সৃষ্টি’—এ নিয়ে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সরকার দেশ পরিচালনা করছে। দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। ফলে এ বিষয়গুলো উঠে এসেছে। আদালত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। সরকার এ বিষয়ে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার।
দুর্নীতি দমন কমিশন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে ৬ জুন তলব করেছে, কিন্তু তাকে দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না–এ প্রশ্নে মন্ত্রী বলেন, বেনজীর আহমেদের দেশত্যাগে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি যেকোনও জায়গায় যেতে পারেন। ৬ জুন তিনি দুর্নীতি দমন কমিশনে উপস্থিত হন কিনা, নাকি তিনি সময় নিচ্ছেন, সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর