বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

শাকিব খানের চেয়েও এগিয়ে টিকটকের আরোহী মিম!

রিপোর্টার / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ধীরে ধীরে সচল হচ্ছে দেশের প্রেক্ষাগৃহ, ওটিটিতেও আসছে নতুন কনটেন্ট। অন্যদিকে দেওয়ালি উপলক্ষে মুক্তি পাচ্ছে বড় বাজেটের হিন্দি সিনেমা। বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের ‘মুভিজ’ বিভাগে তাই এসব কনটেন্টের আধিক্য। দেখে নেওয়া যাক কোন কোন তারকার সিনেমা আছে তালিকায়।
‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। দেওয়ালির উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা আনিস বাজমির ছবিতে আছেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। তবে ‘রুহবাবা’ চরিত্রে কার্তিকের সঙ্গে ছবির বড় আকর্ষণ দুই মঞ্জুলিকা—বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত। বড় পর্দায় তাঁকের টক্কর দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা।
এই ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তি সুপারহিট হয়েছে, ‘ভুল ভুলাইয়া ৩’ কেমন করে, সেটাই এখন দেখার। ছবিটি নির্মিত হয়েছে কলকাতার প্রেক্ষাপটে। বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের ‘মুভিজ’ বিভাগের শীর্ষে আছে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ট্রেলার।
এ তালিকার দুইয়ে আছে দেওয়ালিতে মুক্তির অপেক্ষায় থাকা আরেকটি হিন্দির সিনেমার ট্রেলার। সেটা হলো ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির ‘সিংহাম এগেইন’।
রোহিত শেঠির তারকাবহুল এ ছবিতে দেখা যাবে অজয় দেবগন, কারিনা কাপুর খান, অর্জুন কাপুর ও রণবীর কাপুরকে। ছবির বড় আকর্ষণ ‘লেডি সিংহাম’রূপে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি। চলতি বছর অন্তঃসত্ত্বা অবস্থায় এ ছবির শুটিং করেন দীপিকা। গত সেপ্টেম্বরে মা হওয়ার পর প্রথম প্রেক্ষাগৃহে আসছে তাঁর অভিনীত সিনেমা।
তালিকার তিনে রয়েছে দেশি কনটেন্ট, বঙ্গ অরিজিনাল ফিল্ম ‘ইন্দ্রজাল’-এর ট্রেলার। হায়দার ও তার বন্ধুরা ইরার প্রভাবশালী পরিবারের সমকক্ষ হতে এটিএম বুথ লুটের পরিকল্পনা করে। কিন্তু ইরার সঙ্গে পালানোর সিদ্ধান্ত নিতেই বন্ধুরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ইরা ও হায়দারের প্রেমের শেষ পরিণতি কী হবে?
এমন গল্প নিয়ে নির্মিত এই কনটেন্ট পরিচালনা করেছেন রাজ বিশ্বাস। অভিনয় করেছেন আরোহী মিম ও নির্জন নাহুয়েল। এটি ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে।
তালিকার চারে রয়েছে শাকিব খান অভিনীত অনন্য মামুনের ছবি ‘দরদ’-এর ট্রেলার। ১৫ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিতে শাকিব ছাড়াও আছেন সোনাল চৌহান ও পায়েল সরকার। বারানসি শহরে হঠাৎ করে একের পর এক খুন। প্রথম সারির ব্যক্তিত্বরা খুনির তালিকায়। বিশিষ্ট ব্যক্তিরা পরপর খুন হতেই নড়ে বসে পুলিশ।
শুরু হয় পুলিশের তদন্ত। আর এ তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম। দুলু মিয়া পেশায় অটোচালক। সে–ই কি ‘সিরিয়াল কিলিং’-এর নেপথ্যে? এমন গল্প নিয়ে নির্মিত ছবির ট্রেলার অন্তর্জালে সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর