কী আছে শাকিবের, শেখ ও বাদশারাও বিয়ে করতে চায়: মিষ্টি জান্নাত

ঢালিউডের অনেক নায়িকারাই কোন কাজের কারণে শিরোনামে না থেকে সবসময়ই আলোচনায় থাকেন ব্যাক্তিগত জীবন নিয়ে। তাঁদের মাঝে অন্যতম একজন হচ্ছেন মিষ্টি জান্নাত।
বর্তমানে ঢালিপাড়া থেকে শুরু করে গ্লোবাল ভিলেজ, সব জায়গায় বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়- এই তিনটি নামই এখন সবার মুখে মুখে।
বিনোদনপ্রেমিরা নায়ক-নায়িকাদের এমন আলোচনায় থাকার বিষয়টি উপভোগ করলেও অনেকে আবার এটিকে নোংরামি ছাড়া কিছুই বলতে রাজি নন। যদিও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তাকে নিয়ে শাকিব খানের সঙ্গে ওঠা গুঞ্জনকে রহস্যের বেড়াজালে বন্দি রাখতে চান। রহস্যময়ী রূপে অবস্থান করতে চান নিজের ভক্ত ও শাকিবিয়ানদের মনের ডেরায়।
মিষ্টি জান্নাত শুধু দেশের তরুণদের ডেরায় নয়, হানা দিয়েছেন শেখ ও বাদশাদের মনেও। কথা প্রসঙ্গে নায়িকা বলেছেন, শাকিব খানের কী আছে? শেখ ও বাদশারাও আমাকে বিয়ে করতে চায়। তিনি জানিয়েছেন, কারও করুণায় নয়, নিজের যোগ্যতায় আজকের মিষ্টি জান্নাত হয়েছেন তিনি। শাকিবকে নিয়ে তাকে ঘিরে ওঠা গুঞ্জনের কারণে তার ভক্তদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলেও জানান এই নায়িকা।