রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

র‌্যালিতে এরশাদের জন্মদিন উদযাপন বিদিশার

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৭১ বার
আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে র‍্যালি করেছে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’। শনিবার বারিধারা প্রেসিডেন্ট পার্ক থেকে র‍্যালিটি বের হয়ে গুলশান, বনানী, হাতিরঝিলসহ শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার বারিধারা গিয়ে শেষ হয়।

একটি ছাদখোলা গাড়িতে করে র‍্যালিতে অংশ নেন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। এছাড়া বেশকিছু পিক-আপ ভ্যান, মোটরসাইকেলে করে নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালি চলাকালে পুরো সময় গাড়ি থেকে হাত নেড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের শুভেচ্ছা জানান বিদিশা।275685364_377038994018429_1477786119303591251_n